চুয়াডাঙ্গা জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আয়োজনে হুইপ ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামণায় দোয়া মাহফিল
- আপলোড টাইম : ১১:২৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭
- / ৩৮৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা- ১ আসনের সাংসদ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সভাকক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখা। সংগঠনটির সভাপতি গোলাম মেহেরুল জোয়ার্দ্দার শেল্টনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার ম-ল। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মো. রেজাউল করীম। হুইপ ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানের ২য় পর্বে সংগঠনের নতুন জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান গণী শাহ, কিয়াম উদ্দীন, হেলাল উদ্দীন, আবু সায়েম, মিলন সেন, আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান আসাদ ও শফিকুল ইসলাম। আলোচনাসভায় আগামী ৪ঠা ফেব্রুয়ারি ৯ম জাতীয় সম্মেলনে যোগদানের জন্য সবাইকে আহবান জানানো হয়।