চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
- আপলোড টাইম : ০১:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
- / ৫১৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আসলাম পিটু স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র উদ্যোগে রজব আলী সুপার মার্কেটে অবস্থিত জেলা বিএনপি’র কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো: সেলিমুল হাবিব সেলিম এর সঞ্চালনায় উক্ত স্মরণসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক আবু। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমানে বিনা ভোটের সরকারের প্রেতাত্মা মঈন-ফখরুদ্দীন সরকারের শাসনামলে অমানুষিক নির্যাতনের কারনে শহীদ জিয়া ও খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। অত্যাচার ও নির্যাতন করে বিএনপির নেতৃত্বকে শূন্য করতে পারবে না। সকল অত্যাচার-নির্যাতন ও অন্যায়ের বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার, থানা বিএনপি’র প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপি’র সহ-সভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, ২নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, মতিয়ার আলী, রহমান, ৫নং ওয়ার্ড এর যুগ্ম সম্পাদক লাল মোহাম্মদ, আনিসুল হক বিষু, আব্দুল হান্নান, শাহাজালাল, জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোকারম হোসেন, জেলা যুবদলের সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাদিক, রাশেদুল ইসলাম রাশেদ, আব্দুর রাজ্জাক, জালাল উদ্দিন জালাল, জেলা যুবদলের নেতা সুমন পারভেজ খান, হাফিজ উদ্দিন হাবলু, মাসুদ রানা আপেল, ইমরুল হাসান ফটিক, রুবেল হাসান, মিজানুর রহমান রানা, আহসান, আব্দুল কুদ্দুস, মান্নান, আনোয়ার হোসেন দিপু, রবিউল, রমজান, আলম, লিউ, সাফা, এরশাদ আলী, মো: তুহিন, জেলা তরুণ দলের আহবায়ক মাবুদ সরকার, জেলা ছাত্রদল নেতা আরিফ আহাম্মেদ শিপ্লব, জেলা ছাত্রদল নেতা পারভেজ মহলদার, ইমরান মহলদার রিন্টু, ছাত্রদল নেতা বুদ্দিন, নাঈম আহমেদ, আকাশ, মোহাম্মদ আলী, রবিউল ইসলাম রবিন, লিমন হোসেন, শান্ত আলী, মুন্না আজিজ, মিশন রহমান, ইমন শেখ, নাফিজ হাসান প্রমূখ। সর্বশেষে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাংনী অফিস জানিয়েছে, মেহেরপুরের গাংনীতে সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিএনপি’র উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, গাংনী পৌরসভার প্যানেল মেয়র-২ সাহিদুল ইসলাম, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজামান, পৌর কাউন্সিলর এনামুল হক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দাল হক প্রমূখ।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার কে.পি. বসু সড়কস্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা জাহিদুর রহমান, আবুবক্কর সিদ্দিক, আনোয়ারুল ইসলাম বাদশা, আশরাফুল ইসলাম পিন্টু, জিয়াউল ইসলাম ফিরোজ, জাহাঙ্গীর হোসেন, মীর ফজলে এলাহী শিমুল প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন ১/১১ এর সেনা সমর্থিত মইন-ফকরুদ্দিনের অবৈধ সরকার ষড়যন্ত্রমূলক ভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে প্রচন্ড নির্যাতন করে পঙ্গু করে দেয়। এই নির্যাতনের কারনেই তাকে অকাল মৃত্যুবরণ করতে হয়। বর্তমান সরকারও জিয়াউর রহমানের পরিবার ও বিএনপিকে ধ্বংস করতে একই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নেতৃবৃন্দ সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা সভার পরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরতা কামনায় কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।