আলমডাঙ্গার ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০১:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
- / ৭০৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম। তিনি বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড, তোমরা সত্যিকার শিক্ষায় শিক্ষিত হও, মনে রেখ ৪৫ বছর দেশ স্বাধীন হয়েছে, আমাদের সন্তান দের সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বে মাথা উচুকরে দাঁড়াতে হবে। তোমরা আগামিী দিনের ভবিষ্যত, তোমরা মন্ত্রী, ডিসি, এসপিসহ সকল পর্যায়ে বিচরন করবে। অনুষ্ঠানে দশমী শ্রেণীর ছাত্রী তমা ও এলিজার উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক মানোয়ার হোসেন, বাহারুল ইসলাম, জিয়াউল হক, মাহমুদুল হক খান, এখলাস উদ্দিন নুরুল হুদা, রবজেল হোসেন, রোজিনা খাতুন, আজমিরা খাতুন ও সলেমান হক প্রমূখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।