আলমডাঙ্গায় লেখাপড়ার মানোন্নয়নে তিন দিনব্যাপী সমাবেশ ও মতবিনিময় সভা
- আপলোড টাইম : ০২:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
- / ৩৫৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে তিন দিনব্যাপী মহাসমাবেশ ও মতবিনিময়সভার উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা লোকমর্চার সদস্য সচিব কানিজ সুলতানা, সহ-সভাপতি শাহানা ইউসুফ, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, অভিভাবক সদস্য পলাশ। সহকারি শিক্ষক সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আহসান হাবিব, সাবলুর রহমান, আব্দুস সালাম, আকরাম আলী, রকিবুল আনোয়ার, শিরিনা আক্তার, রহিমা খাতুন, আশরাদুল আলম, কাকলী রানী সরকার, খালিদ মাহমুদ, আক্তারুজ্জামান, মিরাজুল ইসলাম।