ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ছিনতাইয়ের ঘটনায় একজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯
  • / ৪৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সেনা সদস্য ও তার বন্ধুর মোবাইলফোনসহ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় রানা (২৬) নামের আরো একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর মুসলিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে সেনা সদস্য তার বন্ধুকে মারধরসহ চাঁদার দাবিতে মোবাইলফোন ও নগদ টাকা কেড়ে নেওয়ার ঘটনার সাথে জড়িত একজন মুসলিমপাড়ায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুায়াডাঙ্গা সদর থানা পুলিশের এএসআই ইমরানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালিয়ে শান্তিপাড়ার রানাকে আটক করেন। সে ওই মামলার এজাহার নামীয় আসামী বলে জানায় পুলিশ। গত ২৪ নভেম্বর প্রেমিকার সাথে দেখা করতে এসে সেনা সদস্য রোকনুজ্জামান ও তার বন্ধু হাবিল। পরে একদল বখাটে তাদেরকে আটক করে জোরপূর্বক বিএডিসি ফার্মের মধ্যে ধরে নিয়ে যায়। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরদিন হাবিল বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ সালমান নামে একজনকে আটক করে। আটক সালমান ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। আটক রানা ওই ঘটনার সাথে জড়িত বলে জানায় পুলিশ। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ছিনতাইয়ের ঘটনায় একজন আটক

আপলোড টাইম : ০২:৫৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯

নিজস্ব প্রতিবেদক: সেনা সদস্য ও তার বন্ধুর মোবাইলফোনসহ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় রানা (২৬) নামের আরো একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর মুসলিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে সেনা সদস্য তার বন্ধুকে মারধরসহ চাঁদার দাবিতে মোবাইলফোন ও নগদ টাকা কেড়ে নেওয়ার ঘটনার সাথে জড়িত একজন মুসলিমপাড়ায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুায়াডাঙ্গা সদর থানা পুলিশের এএসআই ইমরানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালিয়ে শান্তিপাড়ার রানাকে আটক করেন। সে ওই মামলার এজাহার নামীয় আসামী বলে জানায় পুলিশ। গত ২৪ নভেম্বর প্রেমিকার সাথে দেখা করতে এসে সেনা সদস্য রোকনুজ্জামান ও তার বন্ধু হাবিল। পরে একদল বখাটে তাদেরকে আটক করে জোরপূর্বক বিএডিসি ফার্মের মধ্যে ধরে নিয়ে যায়। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরদিন হাবিল বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ সালমান নামে একজনকে আটক করে। আটক সালমান ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। আটক রানা ওই ঘটনার সাথে জড়িত বলে জানায় পুলিশ। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।