আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়
- আপলোড টাইম : ১১:১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮
- / ৮৭০ বার পড়া হয়েছে
বেলগাছী ইউনিয়ন আ.লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মিদের সাথে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
প্রধান অতিথি হুইপ ছেলুন এমপি বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়, বিরোধী দল উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দেশে অস্থিতিশীলতার চেষ্টা করছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সদস্য কাজী খালেদুর রহমান অরুণ, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহ্ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সামসুজ্জোহা মল্লিক দুদু, ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম সাইদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলার মতিয়ার রহমান ফারুক, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার দে, সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম, সহ-সভাপতি প্রভাষক হাসিবুল হক টুটুল, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, নিজাম উদ্দিন, মাহাবুবুল হক, বেলগাছী ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম।
এছাড়াও বেলগাছী ১নং ওয়ার্ড সভাপতি আক্কাচ আলী, সম্পাদক ইসলাম হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন, সম্পাদক জয়নাল আবেদীন, ৩নং ওয়ার্ড সভাপতি জমজম আলী, সম্পাদক মাহাবুব আলী, ৪নং ওয়ার্ড সভাপতি আমিন উদ্দীন, সম্পাদক আলী হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি মানোয়ার হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি রায়হান উদ্দীন, সম্পাদক রইচ উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি মফিজ উদ্দিন, সম্পাদক মতিয়ার রহমান, ৮নং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম, সম্পাদক তোফান আলী, ৯নং ওয়ার্ড সভাপতি ইউনুছ আলী, সম্পাদক দনছের আলী প্রমূখ উপস্থিত ছিলেন।