
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ, বিএম, ডিগ্রি ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজনে করা হয়। কলেজের অধাক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘লেখাপড়ার কোনো বিকল্প নেই। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। তোমরা রেজাল্ট ভালো করো, তাহলে আমি এই প্রতিষ্ঠানের জন্য যা যা প্রয়োজন, করে দেব।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি শহিদুল ইসলাম এবং গভর্নিং বডির সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুব, কলেজ গভর্নিং বডির সদস্য ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক মিল্টন কুমার শাহা।