ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

৯ জানুয়ারী টাউন ফুটবল মাঠে শুরু হবে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭
  • / ২৬৫ বার পড়া হয়েছে

উন্নয়ন মেলা’১৮ আয়োজন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: সরকারের উন্নয়ন কর্মকা- জনগণের মাঝে তুলে ধরতে চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৮। ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত টাউন ফুটবল মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘নিজের উন্নয়ন করতে ব্যর্থ হলে অন্যের উন্নয়ন করা সম্ভব নয়। তাই সর্বপ্রথম নিজের উন্নয়ন করতে হবে। নিজের উন্নয়ন ঘটলেই দেশের উন্নয়ন সৃষ্টি হবে।’ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য ও বিশেষ উদ্যোগ সমূহ জনগণের মাঝে ব্যাপক প্রচারের লক্ষ্যে প্রতি বছর এ মেলার আয়োজন করা হয়। মেলায় স্থান পাবে সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও এনজিও’র স্টল। স্টল নিতে আগ্রহীদের আজ মঙ্গলবার থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে বরাদ্দপত্র জমা দেয়ার জন্য বলা হয়েছে। একই সাথে এ মেলা আয়োজন সফল করতে ধর্ণাঢ্যদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

৯ জানুয়ারী টাউন ফুটবল মাঠে শুরু হবে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

আপলোড টাইম : ১০:১৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭

উন্নয়ন মেলা’১৮ আয়োজন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: সরকারের উন্নয়ন কর্মকা- জনগণের মাঝে তুলে ধরতে চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৮। ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত টাউন ফুটবল মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘নিজের উন্নয়ন করতে ব্যর্থ হলে অন্যের উন্নয়ন করা সম্ভব নয়। তাই সর্বপ্রথম নিজের উন্নয়ন করতে হবে। নিজের উন্নয়ন ঘটলেই দেশের উন্নয়ন সৃষ্টি হবে।’ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য ও বিশেষ উদ্যোগ সমূহ জনগণের মাঝে ব্যাপক প্রচারের লক্ষ্যে প্রতি বছর এ মেলার আয়োজন করা হয়। মেলায় স্থান পাবে সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও এনজিও’র স্টল। স্টল নিতে আগ্রহীদের আজ মঙ্গলবার থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে বরাদ্দপত্র জমা দেয়ার জন্য বলা হয়েছে। একই সাথে এ মেলা আয়োজন সফল করতে ধর্ণাঢ্যদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।