ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

৮টি স্যালোমেশিনসহ কয়েক লক্ষাধিক টাকার ফসল তছরুপ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩০৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে নিহতের ঘটনার উত্তাপ গ্রামজুড়ে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা গাঁড়াবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আশরাফ ওরফে আসাব উদ্দীন নিহতের ঘটনা এক সপ্তাহ অতিবাহিত হলেও এখনও গ্রাম জুড়ে রয়েছে সহিংস উত্তাপ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এখনও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আতঙ্ক কাটতে না কাটতেই একের পর এক হামলা চালিয়ে আসামী পক্ষের ও তাদের লোকজনের আবাদী ফসল, আম বাগান, পেয়ারা বাগান, কলাবাগান, ভুট্টা, কপি ক্ষেত বিনষ্ট করছে দুর্বৃত্তরা। রাতের আধারে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এ তছরুপ চালানো হচ্ছে বলে জানা যায়। গতকাল শনিবার সকালেও কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পায় তাদের জমির ফসল ঠিকঠাক থাকলেও পাশের জমি বিশেষ করে আসাব উদ্দীন হত্যা মামলার আসামী ঝন্টু-ইকরাদের জমির ফসল বিনষ্ট করা হয়েছে। শুক্রবার দিনগত রাতে ৮টি স্যালোমেশিন ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত স্যালোমেশিনগুলো গাড়াবাড়িয়া গ্রামে মোজাম্মেলের ছেলে হেলালের ২টি, মকছেদ মন্ডলের ছেলে রবিউল হকের ১টি, ঝন্টুর বড় বোরিং সহ ৩টি, মুজিবল হক মন্ডলের ১টি, শামসুল হক মন্ডলের ১টি।


এদিকে গতকাল রাতেও মকছেদ মন্ডলের ছেলে ঝন্টুর দেড় বিঘা জমির ৮০টি আমগাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। একই গ্রামের মৃত আকমান মন্ডলের ছেলে বারিক মন্ডলের ১ বিঘা জমির লাউ বাগান কেটে বিনষ্ট করা হয়। একই গ্রামের মুলুক চাঁন মন্ডলের ছেলে আজিম উদ্দিন মন্ডলের ২২ কাঠা জমির বাধা কপি কেটে তছরুপ করা হয়েছে। এ ছাড়াও মৃত দুখি মন্ডলের ছেলে হাশেম মন্ডলের ১ বিঘা, মৃত বাবুর আলী মন্ডলের ছেলে খলিল মন্ডলের ১ বিঘা ও আকবর আলীর দেড় বিঘা জমির ভুট্টা গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত আবাদী জমি পরিদর্শন করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

৮টি স্যালোমেশিনসহ কয়েক লক্ষাধিক টাকার ফসল তছরুপ

আপলোড টাইম : ১১:৫৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮

চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে নিহতের ঘটনার উত্তাপ গ্রামজুড়ে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা গাঁড়াবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আশরাফ ওরফে আসাব উদ্দীন নিহতের ঘটনা এক সপ্তাহ অতিবাহিত হলেও এখনও গ্রাম জুড়ে রয়েছে সহিংস উত্তাপ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এখনও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আতঙ্ক কাটতে না কাটতেই একের পর এক হামলা চালিয়ে আসামী পক্ষের ও তাদের লোকজনের আবাদী ফসল, আম বাগান, পেয়ারা বাগান, কলাবাগান, ভুট্টা, কপি ক্ষেত বিনষ্ট করছে দুর্বৃত্তরা। রাতের আধারে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এ তছরুপ চালানো হচ্ছে বলে জানা যায়। গতকাল শনিবার সকালেও কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পায় তাদের জমির ফসল ঠিকঠাক থাকলেও পাশের জমি বিশেষ করে আসাব উদ্দীন হত্যা মামলার আসামী ঝন্টু-ইকরাদের জমির ফসল বিনষ্ট করা হয়েছে। শুক্রবার দিনগত রাতে ৮টি স্যালোমেশিন ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত স্যালোমেশিনগুলো গাড়াবাড়িয়া গ্রামে মোজাম্মেলের ছেলে হেলালের ২টি, মকছেদ মন্ডলের ছেলে রবিউল হকের ১টি, ঝন্টুর বড় বোরিং সহ ৩টি, মুজিবল হক মন্ডলের ১টি, শামসুল হক মন্ডলের ১টি।


এদিকে গতকাল রাতেও মকছেদ মন্ডলের ছেলে ঝন্টুর দেড় বিঘা জমির ৮০টি আমগাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। একই গ্রামের মৃত আকমান মন্ডলের ছেলে বারিক মন্ডলের ১ বিঘা জমির লাউ বাগান কেটে বিনষ্ট করা হয়। একই গ্রামের মুলুক চাঁন মন্ডলের ছেলে আজিম উদ্দিন মন্ডলের ২২ কাঠা জমির বাধা কপি কেটে তছরুপ করা হয়েছে। এ ছাড়াও মৃত দুখি মন্ডলের ছেলে হাশেম মন্ডলের ১ বিঘা, মৃত বাবুর আলী মন্ডলের ছেলে খলিল মন্ডলের ১ বিঘা ও আকবর আলীর দেড় বিঘা জমির ভুট্টা গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত আবাদী জমি পরিদর্শন করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।