ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

৭ ভোটে জহুরুলের জয়লাভ : অন্যরা ভোট শূন্য

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
  • / ৩১৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা পরিষদের স্থগিত ৩ নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য পদে স্থগিত নির্বাচন গতকাল রবিবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে তালা প্রতীক নিয়ে ১৩ ভোটের মধ্যে ৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. জহুরুল ইসলাম। ১৩ জন ভোটারের মধ্যে মাত্র ৭ জন ভোট দিতে আসায় এ পদে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কোন ভোট পাননি বলে জানা গেছে।
গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। একমাত্র কেন্দ্র সদরের হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২টি বুথে গোপন ব্যালটের মাধ্যমে ১০ জন পুরুষ ও ৩ জন মহিলা ভোটারের মধ্যে মাত্র ৭ জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ জন ও মহিলা ভোটার ২ জন। একমাত্র সদস্য পদে অন্যান্য প্রাথীরা হলেন প্রার্থীরা হলেন- মো. মানিক উজ্জামান (হাতি), মো. শফী (টিউবওয়েল) ও আব্বাস আলী (বৈদ্যুতিক পাখা)। তারা কেউ কোন ভোট না পাওয়ায় জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য পদে নিরঙ্কুশ জয়লাভ করেছেন মো. জহুরুল ইসলাম। প্রিসাইডিং অফিসার ও সদর উপজেলা সমবায় অফিসার আব্দুল্লাহ আল সামী এ ফল ঘোষণা করেন। গুরুত্বপূর্ণ এ নির্বাচন শতভাগ নিরাপদ ও স্বচ্ছতা বজায় রাখতে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামসহ অর্ধশতাধিক পুলিশ ও আনসার সদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নিয়োজিত ছিল।
জেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ জানান, এর আগে ৩নং ওয়ার্ডসহ জেলার জীবননগর উপজেলাধীন জেলা পরিষদের ১৫ ওয়ার্ডের নির্বাচনের নিমিত্তে প্রকাশিত প্রজ্ঞাপন সংশোধন করে নির্বাচনের সময় বাড়িয়ে ২০ আগস্ট নির্ধারণ করে। ১৫ নং ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে একজন মনোনয়ন জমা না দেওয়ায় এবং আর একজন মনোনয়ন প্রত্যাহার করায় মোহাম্মদ মাহবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য পদে নির্বাচিত হন। তবে ৩ নং ওয়ার্ডের নির্বাচন হওয়ার কথা থাকলেও সারাদেশে ভয়াবহ বন্যার কারণে স্থগিতাদেশ প্রদান করে নির্বাচন কমিশন। এদিকে ফল ঘোষণার পর নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করান জেলা পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহানসহ তার সমর্থকেরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

৭ ভোটে জহুরুলের জয়লাভ : অন্যরা ভোট শূন্য

আপলোড টাইম : ১০:১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭

চুয়াডাঙ্গা জেলা পরিষদের স্থগিত ৩ নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য পদে স্থগিত নির্বাচন গতকাল রবিবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে তালা প্রতীক নিয়ে ১৩ ভোটের মধ্যে ৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. জহুরুল ইসলাম। ১৩ জন ভোটারের মধ্যে মাত্র ৭ জন ভোট দিতে আসায় এ পদে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কোন ভোট পাননি বলে জানা গেছে।
গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। একমাত্র কেন্দ্র সদরের হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২টি বুথে গোপন ব্যালটের মাধ্যমে ১০ জন পুরুষ ও ৩ জন মহিলা ভোটারের মধ্যে মাত্র ৭ জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ জন ও মহিলা ভোটার ২ জন। একমাত্র সদস্য পদে অন্যান্য প্রাথীরা হলেন প্রার্থীরা হলেন- মো. মানিক উজ্জামান (হাতি), মো. শফী (টিউবওয়েল) ও আব্বাস আলী (বৈদ্যুতিক পাখা)। তারা কেউ কোন ভোট না পাওয়ায় জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য পদে নিরঙ্কুশ জয়লাভ করেছেন মো. জহুরুল ইসলাম। প্রিসাইডিং অফিসার ও সদর উপজেলা সমবায় অফিসার আব্দুল্লাহ আল সামী এ ফল ঘোষণা করেন। গুরুত্বপূর্ণ এ নির্বাচন শতভাগ নিরাপদ ও স্বচ্ছতা বজায় রাখতে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামসহ অর্ধশতাধিক পুলিশ ও আনসার সদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নিয়োজিত ছিল।
জেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ জানান, এর আগে ৩নং ওয়ার্ডসহ জেলার জীবননগর উপজেলাধীন জেলা পরিষদের ১৫ ওয়ার্ডের নির্বাচনের নিমিত্তে প্রকাশিত প্রজ্ঞাপন সংশোধন করে নির্বাচনের সময় বাড়িয়ে ২০ আগস্ট নির্ধারণ করে। ১৫ নং ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে একজন মনোনয়ন জমা না দেওয়ায় এবং আর একজন মনোনয়ন প্রত্যাহার করায় মোহাম্মদ মাহবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য পদে নির্বাচিত হন। তবে ৩ নং ওয়ার্ডের নির্বাচন হওয়ার কথা থাকলেও সারাদেশে ভয়াবহ বন্যার কারণে স্থগিতাদেশ প্রদান করে নির্বাচন কমিশন। এদিকে ফল ঘোষণার পর নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করান জেলা পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহানসহ তার সমর্থকেরা।