ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতের জেল ও জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
  • / ৩৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান : মাদকদ্রব্যসহ তিন ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার পৌনে ৩টার সময় দৌলতদিয়াড় বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ততে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জগদীশ চন্দ্র বসু সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় আলমডাঙ্গা থানার গোকুলখালি গ্রামের সিহাব আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে কাবা (২৮) ও দামুড়হুদা থানার গোপিনাথপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শরিফুলকে (৩০) আটক করে। আটককৃতদের শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা জেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় দুই মাদকসেবীকে কারাদন্ড ও এক মাদকসেবীর অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল বুধবার এক অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত মাদকসেবনের দায়ে আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের আত্তাব আলীর ছেলে মো. শের আলীকে (৫০) এবং একই গ্রামের মৃত মাহাতাব মন্ডলের ছেলে বকুলকে (৪৫) ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এছাড়া অপর মাদকসেবী ষ্টেশনপাড়ার সাজ্জাতুর রহমানের ছেলে ইমনকে (১৬) ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নান। এসময় উপস্থিত ছিলেন এসআই মহব্বত, এএসআই সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম।
এদিকে, পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক এ্যালকোহল (মাদকদ্রব্য) বিক্রির অভিযোগে ফরিদপুর গ্রামের হোমিও ডাক্তার আজিবর রহমানের ছেলে হোমিও ডাক্তার তৈমুর সালেহীন পল্লবকে (৩০) আটক করে পুলিশ।


দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অপরাধে শামিম হোসেন (৩২) নামে একজনের ৭ দিন বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট রফিকুল হাসান বুধবার এ রায় প্রদান করেন। দন্ডিত আসামীরা শামিম উপজেলার দর্শনা হল্ট চাঁদপুরের শাহাজুলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪ টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনির দর্শনা কেরুজ কর্নার মাঠের পাশ থেকে ৬৫ গ্রাম গাজাসহ দর্শনা হল্ট চাঁদপুরে মাদকসেবী শামিমকে আটক করে। আটকের পর পুলিশ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানকে জানান। সংবাদপেয়ে নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতে নিজেদের দোষ স্বীকার করে নিয়ে সে ক্ষমা প্রার্থনা করেন। ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত শামিমকে ৭ দিনের বিনাশ্রম কারা দন্ডের আদেশ দেন।


জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে দুই মাদকসেবীকে জেল ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালতে। গত মঙ্গলবার বিকালে জীবননগর উপজেলার মনোহারপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে পেয়ারাতলা গ্রামের আব্দুস সোবহানের ছেলে সাদ্দাম হোসেন (২৫) এবং একই গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে আব্দুস সোবহানকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০এর ৭ ধারার ১১ (গ) মতে দন্ডনীয় অপরাধে সাদ্দাম হোসেনকে একমাসের বিনাশ্রম কারদন্ড ও সোবহানকে ৫শ’ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতের জেল ও জরিমানা

আপলোড টাইম : ১১:০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান : মাদকদ্রব্যসহ তিন ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার পৌনে ৩টার সময় দৌলতদিয়াড় বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ততে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জগদীশ চন্দ্র বসু সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় আলমডাঙ্গা থানার গোকুলখালি গ্রামের সিহাব আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে কাবা (২৮) ও দামুড়হুদা থানার গোপিনাথপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শরিফুলকে (৩০) আটক করে। আটককৃতদের শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা জেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় দুই মাদকসেবীকে কারাদন্ড ও এক মাদকসেবীর অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল বুধবার এক অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত মাদকসেবনের দায়ে আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের আত্তাব আলীর ছেলে মো. শের আলীকে (৫০) এবং একই গ্রামের মৃত মাহাতাব মন্ডলের ছেলে বকুলকে (৪৫) ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এছাড়া অপর মাদকসেবী ষ্টেশনপাড়ার সাজ্জাতুর রহমানের ছেলে ইমনকে (১৬) ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নান। এসময় উপস্থিত ছিলেন এসআই মহব্বত, এএসআই সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম।
এদিকে, পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক এ্যালকোহল (মাদকদ্রব্য) বিক্রির অভিযোগে ফরিদপুর গ্রামের হোমিও ডাক্তার আজিবর রহমানের ছেলে হোমিও ডাক্তার তৈমুর সালেহীন পল্লবকে (৩০) আটক করে পুলিশ।


দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অপরাধে শামিম হোসেন (৩২) নামে একজনের ৭ দিন বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট রফিকুল হাসান বুধবার এ রায় প্রদান করেন। দন্ডিত আসামীরা শামিম উপজেলার দর্শনা হল্ট চাঁদপুরের শাহাজুলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪ টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনির দর্শনা কেরুজ কর্নার মাঠের পাশ থেকে ৬৫ গ্রাম গাজাসহ দর্শনা হল্ট চাঁদপুরে মাদকসেবী শামিমকে আটক করে। আটকের পর পুলিশ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানকে জানান। সংবাদপেয়ে নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতে নিজেদের দোষ স্বীকার করে নিয়ে সে ক্ষমা প্রার্থনা করেন। ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত শামিমকে ৭ দিনের বিনাশ্রম কারা দন্ডের আদেশ দেন।


জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে দুই মাদকসেবীকে জেল ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালতে। গত মঙ্গলবার বিকালে জীবননগর উপজেলার মনোহারপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে পেয়ারাতলা গ্রামের আব্দুস সোবহানের ছেলে সাদ্দাম হোসেন (২৫) এবং একই গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে আব্দুস সোবহানকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০এর ৭ ধারার ১১ (গ) মতে দন্ডনীয় অপরাধে সাদ্দাম হোসেনকে একমাসের বিনাশ্রম কারদন্ড ও সোবহানকে ৫শ’ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।