ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

৬ কেজি রুপাসহ কার্পাসডাঙ্গার সুমন আটক

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৮:২৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • / ৫০ বার পড়া হয়েছে

ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপার অলঙ্কারসহ সুমন হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠ থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সুমন হোসেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আবুল বাশারের ছেলে। তবে এসময় আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।
ঝিনাইদহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকা থেকে রূপা ঝিনাইদহে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে এসআই সেলিম রেজা ও এএসআই আলিম ফোর্স নিয়ে বংকিরা গ্রামের মাঠে চেকপোস্ট বসান। সন্দেহ হলে বংকিরা গোবিন্দপুরের মাঠে একটি ইজিবাইকের গতিরোধ করে তারা। ডিবি পুলিশ দেখে ইজিবাইক চালক সুমন হোসেন দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি রূপার অলঙ্কার উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। বর্তমান ঝিনাইদহের বিভিন্ন এলাকা দিয়ে সোনা ও রুপার গহনা পাচার হচ্ছে বলে পুলিশ সূত্রে বলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

৬ কেজি রুপাসহ কার্পাসডাঙ্গার সুমন আটক

আপলোড টাইম : ০৮:২৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১

ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপার অলঙ্কারসহ সুমন হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠ থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সুমন হোসেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আবুল বাশারের ছেলে। তবে এসময় আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।
ঝিনাইদহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকা থেকে রূপা ঝিনাইদহে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে এসআই সেলিম রেজা ও এএসআই আলিম ফোর্স নিয়ে বংকিরা গ্রামের মাঠে চেকপোস্ট বসান। সন্দেহ হলে বংকিরা গোবিন্দপুরের মাঠে একটি ইজিবাইকের গতিরোধ করে তারা। ডিবি পুলিশ দেখে ইজিবাইক চালক সুমন হোসেন দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি রূপার অলঙ্কার উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। বর্তমান ঝিনাইদহের বিভিন্ন এলাকা দিয়ে সোনা ও রুপার গহনা পাচার হচ্ছে বলে পুলিশ সূত্রে বলা হয়েছে।