ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

৬৪ ভরি স্বর্ণের গহনাসহ চোরাকারবারী জীবননগরের কামাল আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
  • / ৩৫৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডে মডেল থানা পুলিশের অভিযান : যাত্রীবাহী বাসে তল্লাশি
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৬৪ ভরি স্বর্ণের গহনাসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ স্বর্ণের গহনা আটক করা হয়। এসময় আটক করা হয় চোরাকারবারী কামাল হোসেনকে। আটক চোরাকারবারী কামাল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আশতলাপাড়ার মৃত মুনসুর আলীর ছেলে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় চোরাচালান আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা-জীবননগর সড়ক দিয়ে চোরাচালানের মালামাল যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে দুইটি বাক্স ও চোরাকারবারী কামাল হোসেনকে আটক করা হয়। বাক্স দুইটি থেকে ৬৪ ভরি স্বর্ণের গহনা উদ্ধার করা হয়। পরে স্বর্ণের গহনাসহ চোরাকারবারীকে থানায় নেয়া হয়। খবর পেয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল), দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় এসে পুলিশের এ ধরণের চোরাচালান বিরোধী অভিযানের প্রশংসা করেন।


দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে ২টি বাক্সসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে বাক্স থেকে ৬৪ ভরি স্বর্ণের গহনা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় বাদী হয়ে চোরাচালান আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। আটক চোরাকারবারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

৬৪ ভরি স্বর্ণের গহনাসহ চোরাকারবারী জীবননগরের কামাল আটক

আপলোড টাইম : ১১:৩২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডে মডেল থানা পুলিশের অভিযান : যাত্রীবাহী বাসে তল্লাশি
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৬৪ ভরি স্বর্ণের গহনাসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ স্বর্ণের গহনা আটক করা হয়। এসময় আটক করা হয় চোরাকারবারী কামাল হোসেনকে। আটক চোরাকারবারী কামাল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আশতলাপাড়ার মৃত মুনসুর আলীর ছেলে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় চোরাচালান আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা-জীবননগর সড়ক দিয়ে চোরাচালানের মালামাল যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে দুইটি বাক্স ও চোরাকারবারী কামাল হোসেনকে আটক করা হয়। বাক্স দুইটি থেকে ৬৪ ভরি স্বর্ণের গহনা উদ্ধার করা হয়। পরে স্বর্ণের গহনাসহ চোরাকারবারীকে থানায় নেয়া হয়। খবর পেয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল), দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় এসে পুলিশের এ ধরণের চোরাচালান বিরোধী অভিযানের প্রশংসা করেন।


দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে ২টি বাক্সসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে বাক্স থেকে ৬৪ ভরি স্বর্ণের গহনা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় বাদী হয়ে চোরাচালান আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। আটক চোরাকারবারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।