ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

৫ এপ্রিল চুয়াডাঙ্গায় আসছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের তদন্ত দল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
  • / ৩০৪ বার পড়া হয়েছে

ইম্প্যাক্ট হাসপাতালে ২০ জনের চোখের ভুল অপারেশন : জমা হয়নি তদন্ত প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল হেল্থ কেয়ার সেন্টারে ২০ রোগীর চোখের ছানি অপারেশনের পর একটি করে চোখ তুলে ফেলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তা জমা দেয়নি। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গঠিত উচ্চ পর্যায়ের আরেকটি তদন্ত দল আগামী পাঁচ এপ্রিল চুয়াডাঙ্গায় আসবেন এবং সরেজমিন তদন্ত করবেন।


স্থানীয়ভাবে গঠিত তিন সদস্যের তদন্ত দলের প্রধান সদর হাসপাতালে চক্ষু কনসালটেন্ট শফিউজ্জামান সুমন জানান, দুদিন তিনি সরেজমিন তদন্ত করেছেন। তদন্তের প্রয়োজনে অপারেশনে ব্যবহৃত কেমিক্যাল জব্দ, ওটির ক্যামেরা জব্দ, ভিকটিমদের সঙ্গে কথা বলেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসা তদন্ত দলের সঙ্গে এই তদন্ত দল সমন্বিতভাবে কাজ করবে।
সিভিল সার্জন ডা. খায়রুল আলম জানান, তিন সদস্য তদন্ত দলের সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তারা প্রতিবেদন জমা দেয়নি। তবে, ঢাকা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি আগামী পাঁচ এপ্রিল দুপুর দুইটায় চুয়াডাঙ্গায় আসার কথা রয়েছে। এই কমিটির অন্য চার সদস্য হলেন, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একজন অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজের একজন সহযোগী অধ্যাপক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের একজন পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ইম্প্যাক্ট ফাউন্ডেশন সরেজমিন পরিদর্শন করবেন।
প্রসঙ্গত, গত গেলো মার্চ চুয়াডাঙ্গা শহরের ইম্প্যাক্ট ফাউন্ডেশনে চোখের ছানি অপারেশন করার পর ২০ রোগীর চোখে ইনফেকশন দেখা দেয়। পরে তাদেরকে একটি করে চোখ তুলে ফেলতে হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

৫ এপ্রিল চুয়াডাঙ্গায় আসছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের তদন্ত দল

আপলোড টাইম : ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮

ইম্প্যাক্ট হাসপাতালে ২০ জনের চোখের ভুল অপারেশন : জমা হয়নি তদন্ত প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল হেল্থ কেয়ার সেন্টারে ২০ রোগীর চোখের ছানি অপারেশনের পর একটি করে চোখ তুলে ফেলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তা জমা দেয়নি। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গঠিত উচ্চ পর্যায়ের আরেকটি তদন্ত দল আগামী পাঁচ এপ্রিল চুয়াডাঙ্গায় আসবেন এবং সরেজমিন তদন্ত করবেন।


স্থানীয়ভাবে গঠিত তিন সদস্যের তদন্ত দলের প্রধান সদর হাসপাতালে চক্ষু কনসালটেন্ট শফিউজ্জামান সুমন জানান, দুদিন তিনি সরেজমিন তদন্ত করেছেন। তদন্তের প্রয়োজনে অপারেশনে ব্যবহৃত কেমিক্যাল জব্দ, ওটির ক্যামেরা জব্দ, ভিকটিমদের সঙ্গে কথা বলেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসা তদন্ত দলের সঙ্গে এই তদন্ত দল সমন্বিতভাবে কাজ করবে।
সিভিল সার্জন ডা. খায়রুল আলম জানান, তিন সদস্য তদন্ত দলের সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তারা প্রতিবেদন জমা দেয়নি। তবে, ঢাকা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি আগামী পাঁচ এপ্রিল দুপুর দুইটায় চুয়াডাঙ্গায় আসার কথা রয়েছে। এই কমিটির অন্য চার সদস্য হলেন, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একজন অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজের একজন সহযোগী অধ্যাপক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের একজন পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ইম্প্যাক্ট ফাউন্ডেশন সরেজমিন পরিদর্শন করবেন।
প্রসঙ্গত, গত গেলো মার্চ চুয়াডাঙ্গা শহরের ইম্প্যাক্ট ফাউন্ডেশনে চোখের ছানি অপারেশন করার পর ২০ রোগীর চোখে ইনফেকশন দেখা দেয়। পরে তাদেরকে একটি করে চোখ তুলে ফেলতে হয়।