ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩০, দুজনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • / ৩৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহে শুরু হয়েছে সর্বাত্মক ‘লকডাউন, শহরের সব প্রবেশ পথ বন্ধ
ঝিনাইদহ অফিস:
করোনাভাইরাসের মহামারি রোধে ঝিনাইদহে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে সর্বাত্মক ‘লকডাউন’ শুরু হয়েছে। চলবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। গত সোমবার গভীর রাত পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জরুরি সভায় এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তি ঘোষণার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে জেলা ও উপজেলা শহরের প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গণপরিবহন, পথচারীদের চলাচল ও যেকোনো ধরণের যানবাহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। প্রবেশ পথে বসানো হয়েছে পুলিশ ও আনসারদের প্রহরা। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহর ও গ্রামের রাস্তায় টহল দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে লোকজনদের বাইরে বের না হওয়ার জন্য জেলা তথ্য অফিস, জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ৬১ ভাগ।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে এ তথ্য জানা গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪২১ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় কনোরায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭১।
ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ‘লকডাউন’ চলবে। এসময় বন্ধ থাকবে দোকানপাট, মার্কেট, শপিংমল, হোটেল-রেস্তোরাঁ ও গণপরিবহণ। তবে খোলা থাকবে কাঁচাবাজার ও ওষুধের দোকান। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩০, দুজনের মৃত্যু

আপলোড টাইম : ১০:২৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১

ঝিনাইদহে শুরু হয়েছে সর্বাত্মক ‘লকডাউন, শহরের সব প্রবেশ পথ বন্ধ
ঝিনাইদহ অফিস:
করোনাভাইরাসের মহামারি রোধে ঝিনাইদহে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে সর্বাত্মক ‘লকডাউন’ শুরু হয়েছে। চলবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। গত সোমবার গভীর রাত পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জরুরি সভায় এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তি ঘোষণার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে জেলা ও উপজেলা শহরের প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গণপরিবহন, পথচারীদের চলাচল ও যেকোনো ধরণের যানবাহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। প্রবেশ পথে বসানো হয়েছে পুলিশ ও আনসারদের প্রহরা। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহর ও গ্রামের রাস্তায় টহল দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে লোকজনদের বাইরে বের না হওয়ার জন্য জেলা তথ্য অফিস, জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ৬১ ভাগ।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে এ তথ্য জানা গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪২১ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় কনোরায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭১।
ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ‘লকডাউন’ চলবে। এসময় বন্ধ থাকবে দোকানপাট, মার্কেট, শপিংমল, হোটেল-রেস্তোরাঁ ও গণপরিবহণ। তবে খোলা থাকবে কাঁচাবাজার ও ওষুধের দোকান। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে।