ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় দেশে একমাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ৪৪

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • / ৩৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ২০৪ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন আইসোলেশনে

সমীকরণ প্রতিবেদক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৯১৩ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩২২ জন। এনিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন। ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৫৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৬৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ১১, খুলনায় ৬, সিলেটে ২, রংপুর ৫ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন। মৃত্যু ও শনাক্তের এই সংখ্যা গত একমাসের মধ্যে সর্বোচ্চ ছিল গতকাল মঙ্গলবার। এর আগে গত মাসের ৯ তারিখে করোনায় ৫৬ জনের মৃত্যু হয়েছিল। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৭ জন নারী। এদের মধ্যে বাসায় ৪ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১০, ৪১ থেকে ৫০ বছরের ৩, ৩১ থেকে ৪০ বছরের ৪, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও ১৯ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৭ জনে। বর্তমানে জেলায় ২০৪ জন করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশন ও হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টায় জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলা থেকে সুস্থ হয়েছে আরও ৪জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৮৪৩ জন।
জানা যায়, গত সোমবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য ৮০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল পূর্বের পেন্ডিং নমুনাসহ ৬২টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ১৯ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ৪৩টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে সদর উপজেলর ২ জন, আলমডাঙ্গার ১ দুজন, দামুড়হুদা ৬ জন ও জীবননগের ১০ জন। জেলায় মোট শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৬২ জন, আলমডাঙ্গায় ৩৭৪ জন, দামুড়হুদায় ৪৫০ জন ও জীবননগরে ২৩১ জন।
এদিকে, গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য আরও ৬৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষর জন্য প্রেরণ করেছে। এনিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৪৯ জনে। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৮৪৩ জন। এর মধ্যে সদর উপজেলার ৯৯১ জন, আলমডাঙ্গার ৩৪০ জন, দামুড়হুদায় ৩১৫ জন ও দামুড়হুদায় ১৯৭ জন সুস্থ হয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১০ হাজার ৬৪৯টি, প্রাপ্ত ফলাফল ১০ হাজার ৩০০টি, পজিটিভ ২ হাজার ১১৭ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ২০৪ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ৪২ জন, আলমডাঙ্গায় ১৪ জন, দামুড়হুদায় ১১৯ জন ও জীবননগরে ২৯ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৮৩ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩৫ জন, আলমডাঙ্গায় ১২ জন, দামুড়হুদায় ১০৮ জন ও জীবননগরে ২৮ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গার ১ জন, দামুড়হুদার ১০ জন ও জীবননগরের ১ জন জনসহ মোট ১৮ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭০ জনের। এরমধ্যে সদর উপজেলার ২৫ জন, আলমডাঙ্গায় ১৭ জন, দামুড়হুদায় ১৮ জন ও জীবননগরে ৪ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ৬ জনের মৃত্যু হয়েছে এ জেলার বাইরে। উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে চিকিৎসাধীন রয়েছে অন্য ৩ জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

২৪ ঘণ্টায় দেশে একমাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ৪৪

আপলোড টাইম : ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১

চুয়াডাঙ্গায় ২০৪ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন আইসোলেশনে

সমীকরণ প্রতিবেদক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৯১৩ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩২২ জন। এনিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন। ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৫৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৬৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ১১, খুলনায় ৬, সিলেটে ২, রংপুর ৫ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন। মৃত্যু ও শনাক্তের এই সংখ্যা গত একমাসের মধ্যে সর্বোচ্চ ছিল গতকাল মঙ্গলবার। এর আগে গত মাসের ৯ তারিখে করোনায় ৫৬ জনের মৃত্যু হয়েছিল। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৭ জন নারী। এদের মধ্যে বাসায় ৪ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১০, ৪১ থেকে ৫০ বছরের ৩, ৩১ থেকে ৪০ বছরের ৪, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও ১৯ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৭ জনে। বর্তমানে জেলায় ২০৪ জন করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশন ও হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টায় জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলা থেকে সুস্থ হয়েছে আরও ৪জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৮৪৩ জন।
জানা যায়, গত সোমবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য ৮০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল পূর্বের পেন্ডিং নমুনাসহ ৬২টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ১৯ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ৪৩টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে সদর উপজেলর ২ জন, আলমডাঙ্গার ১ দুজন, দামুড়হুদা ৬ জন ও জীবননগের ১০ জন। জেলায় মোট শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৬২ জন, আলমডাঙ্গায় ৩৭৪ জন, দামুড়হুদায় ৪৫০ জন ও জীবননগরে ২৩১ জন।
এদিকে, গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য আরও ৬৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষর জন্য প্রেরণ করেছে। এনিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৪৯ জনে। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৮৪৩ জন। এর মধ্যে সদর উপজেলার ৯৯১ জন, আলমডাঙ্গার ৩৪০ জন, দামুড়হুদায় ৩১৫ জন ও দামুড়হুদায় ১৯৭ জন সুস্থ হয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১০ হাজার ৬৪৯টি, প্রাপ্ত ফলাফল ১০ হাজার ৩০০টি, পজিটিভ ২ হাজার ১১৭ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ২০৪ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ৪২ জন, আলমডাঙ্গায় ১৪ জন, দামুড়হুদায় ১১৯ জন ও জীবননগরে ২৯ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৮৩ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩৫ জন, আলমডাঙ্গায় ১২ জন, দামুড়হুদায় ১০৮ জন ও জীবননগরে ২৮ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গার ১ জন, দামুড়হুদার ১০ জন ও জীবননগরের ১ জন জনসহ মোট ১৮ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭০ জনের। এরমধ্যে সদর উপজেলার ২৫ জন, আলমডাঙ্গায় ১৭ জন, দামুড়হুদায় ১৮ জন ও জীবননগরে ৪ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ৬ জনের মৃত্যু হয়েছে এ জেলার বাইরে। উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে চিকিৎসাধীন রয়েছে অন্য ৩ জন।