ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় আলমডাঙ্গার ৭ জনের করোনা শনাক্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • / ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল রোববার রাতে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে জেলা স্বাস্থ্য বিভাগের নিকট (২২ জুলাইয়ের) অবশিষ্ট নমুনার ১২টির নমুনার মধ্যে ১১টির ফলাফল আসে। এর মধ্যে ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। বাকিগুলো নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১৮ জন। আক্রান্ত ৭ জন হলেন- আলমডাঙ্গা উপজেলার এক্সচেঞ্জপাড়ার ২ জন, কলেজপাড়র ১ জন, আনন্দধাম গ্রামের ১ জন, রথতলার ১ জন, কোর্টপাড়ার ১ জন ও চুয়াডাঙ্গার ঠিকানা দেওয়া আলমডাঙ্গা আরও ১জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি। জেলায় মোট সুস্থ হয়েছেন ২৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে নতুন ৬৩টি নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে পাঠিয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ করেছে ৩ হাজার ২৫৬টি। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৫ জন ও হোম আইসোলেশনে আছেন ১৮৩ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ২৩ জন ও হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৪৯ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত ৫১৮ জনের মধ্যে সদর উপজেলায় ২৪৫ জন, আলমডাঙ্গা উপজেলায় ১১৫ জন, দামুড়হুদা উপজেলায় ১১৫ জন ও জীবননগর উপজেলায় ৪৩ জন। সুস্থতার মধ্যে সদর উপজেলায় ৮৯ জন, আলমডাঙ্গা উপজেলায় ৭৫ জন, দামুড়হুদা উপজেলায় ৭৮ জন ও জীবননগর উপজেলায় ২৭ জনসহ মোট ২৬৯ জন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৯ জনের মধ্যে সদর উপজেলায় ৪ জন, আলমডাঙ্গা উপজেলায় ২ জন ও দামুড়হুদা উপজেলায় ৩ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, গতকাল চুয়াডাঙ্গায় ১১টি ফলাফলের মধ্যে ৭টি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। সাতজনই আলমডাঙ্গা উপজেলার। তিনি আরও বলেন, ‘আমাদের কাছে কোভিড-১৯ রোগী শনাক্তের রিপোর্ট আসার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানোর পাশাপাশি শনাক্তকৃতদেরও মোবাইল ফোনের মাধ্যেমে বিষয়টি নিশ্চিত করা হয়। উপজেলা প্রশাসন শনাক্তদের বাড়ি লকডাউনসহ সরকারি সব নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

২৪ ঘণ্টায় আলমডাঙ্গার ৭ জনের করোনা শনাক্ত

আপলোড টাইম : ১০:২১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল রোববার রাতে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে জেলা স্বাস্থ্য বিভাগের নিকট (২২ জুলাইয়ের) অবশিষ্ট নমুনার ১২টির নমুনার মধ্যে ১১টির ফলাফল আসে। এর মধ্যে ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। বাকিগুলো নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১৮ জন। আক্রান্ত ৭ জন হলেন- আলমডাঙ্গা উপজেলার এক্সচেঞ্জপাড়ার ২ জন, কলেজপাড়র ১ জন, আনন্দধাম গ্রামের ১ জন, রথতলার ১ জন, কোর্টপাড়ার ১ জন ও চুয়াডাঙ্গার ঠিকানা দেওয়া আলমডাঙ্গা আরও ১জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি। জেলায় মোট সুস্থ হয়েছেন ২৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে নতুন ৬৩টি নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে পাঠিয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ করেছে ৩ হাজার ২৫৬টি। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৫ জন ও হোম আইসোলেশনে আছেন ১৮৩ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ২৩ জন ও হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৪৯ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত ৫১৮ জনের মধ্যে সদর উপজেলায় ২৪৫ জন, আলমডাঙ্গা উপজেলায় ১১৫ জন, দামুড়হুদা উপজেলায় ১১৫ জন ও জীবননগর উপজেলায় ৪৩ জন। সুস্থতার মধ্যে সদর উপজেলায় ৮৯ জন, আলমডাঙ্গা উপজেলায় ৭৫ জন, দামুড়হুদা উপজেলায় ৭৮ জন ও জীবননগর উপজেলায় ২৭ জনসহ মোট ২৬৯ জন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৯ জনের মধ্যে সদর উপজেলায় ৪ জন, আলমডাঙ্গা উপজেলায় ২ জন ও দামুড়হুদা উপজেলায় ৩ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, গতকাল চুয়াডাঙ্গায় ১১টি ফলাফলের মধ্যে ৭টি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। সাতজনই আলমডাঙ্গা উপজেলার। তিনি আরও বলেন, ‘আমাদের কাছে কোভিড-১৯ রোগী শনাক্তের রিপোর্ট আসার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানোর পাশাপাশি শনাক্তকৃতদেরও মোবাইল ফোনের মাধ্যেমে বিষয়টি নিশ্চিত করা হয়। উপজেলা প্রশাসন শনাক্তদের বাড়ি লকডাউনসহ সরকারি সব নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’