ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী দেশ হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
  • / ২০৪ বার পড়া হয়েছে

মেহেরপুরে আউশ ধান কর্তন উৎসবের উদ্বোধনকালে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আউশ ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আউশ ধান কর্তন উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের সব চেয়ে বড় চ্যালেঞ্জ হলো কৃষিকে আধুনিকায়ন ও বাণিজ্যিকরণ করা। পূর্বাচলে একটি এগ্রো প্রসেসিং সেন্টার করার পরিকল্পনা রয়েছে। একটি ল্যাব তৈরি করা হবে, যেখানে আন্তর্জাতিক কৃষিপণ্যের সঙ্গে আমাদের কৃষিপণ্য স্বীকৃতি পাবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী দেশ হবে।
গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর মাঠে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আউশ ধান কর্তন উৎসব অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান আলোচক ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর ও মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী। এছাড়াও আউশ ধান কর্তন উৎসবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী দেশ হবে

আপলোড টাইম : ০৯:১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০

মেহেরপুরে আউশ ধান কর্তন উৎসবের উদ্বোধনকালে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আউশ ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আউশ ধান কর্তন উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের সব চেয়ে বড় চ্যালেঞ্জ হলো কৃষিকে আধুনিকায়ন ও বাণিজ্যিকরণ করা। পূর্বাচলে একটি এগ্রো প্রসেসিং সেন্টার করার পরিকল্পনা রয়েছে। একটি ল্যাব তৈরি করা হবে, যেখানে আন্তর্জাতিক কৃষিপণ্যের সঙ্গে আমাদের কৃষিপণ্য স্বীকৃতি পাবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী দেশ হবে।
গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর মাঠে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আউশ ধান কর্তন উৎসব অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান আলোচক ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর ও মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী। এছাড়াও আউশ ধান কর্তন উৎসবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম প্রমুখ।