ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

১৭ বছর পর একসঙ্গে সৌমিত্র-অপর্ণা জুটি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • / ৩১৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন পরে আবার একসঙ্গে পর্দায় ফিরছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন। সত্যজিৎ রায়ের তিনকন্যা’র ‘সমাপ্তি’ ছবিতে ‘অমূল্য’ আর ‘মৃণ¥য়ী’ হিসেবে প্রথম জুটি বেঁধেছিলেন সৌমিত্র ও অপর্ণা। তারপর বাক্স বদল, আকাশ কুসুম, জীবন সৈকতে, বসন্ত বিলাপসহ একাধিক ছবিতে এই জুটি উজ্জ্বল হয়ে থেকেছেন। প্রায় ১৭ বছর পর আবার এই জুটিকে পর্দায় আনলেন পরিচালক সুমন ঘোষ। ছবির নাম ‘বসু পরিবার’ যা মুক্তি পেয়েছে গত সপ্তাহে। এই ছবিতে সৌমিত্র আছেন প্রণবেন্দুর ভূমিকায় ও অপর্ণা সেন মঞ্জরীর ভূমিকায়। পরিচালক সুমন ঘোষ জানান, আসলে এটা একটা একান্নবর্তী পরিবারের গল্প। সেই পরিবারের নাম অনুসারে এই ছবির নাম রাখা হয়েছে। আসলে, ছবির নাম রেজিস্ট্রেশন হওয়ার পরে আমি জানতে পারি এই নামে আর একটা ছবি রয়েছে। এবং সেই ছবিতে উত্তমকুমার ও সুপ্রিয়া দেবী অভিনয় করেছিলেন। সে যাই হোক, আবার দীর্ঘ সময় পরে জুটি হিসেবে আবার সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেনের ফিরে আসাটা সিনেমার দর্শকদের কাছে বেশ রোমাঞ্চকর অনুভূতি। তবে অপর্ণা সেনের কাছে এই জুটি শব্দটা এখন আর তেমন নাড়া দেয় না। নিজেই জানালেন, ‘জুটিটা কম বয়সের ব্যাপার। এখনও যে একসঙ্গে কাজ করছি এটাই ভালো লাগার মত ব্যাপার। এখন আমরা দুজনেই অনেক ম্যাচিওরড। কাজেই এখন আর নিজেদের ‘জুটি’ হিসেবে জাহির করাটা পছন্দ নয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

১৭ বছর পর একসঙ্গে সৌমিত্র-অপর্ণা জুটি

আপলোড টাইম : ১০:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯

বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন পরে আবার একসঙ্গে পর্দায় ফিরছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন। সত্যজিৎ রায়ের তিনকন্যা’র ‘সমাপ্তি’ ছবিতে ‘অমূল্য’ আর ‘মৃণ¥য়ী’ হিসেবে প্রথম জুটি বেঁধেছিলেন সৌমিত্র ও অপর্ণা। তারপর বাক্স বদল, আকাশ কুসুম, জীবন সৈকতে, বসন্ত বিলাপসহ একাধিক ছবিতে এই জুটি উজ্জ্বল হয়ে থেকেছেন। প্রায় ১৭ বছর পর আবার এই জুটিকে পর্দায় আনলেন পরিচালক সুমন ঘোষ। ছবির নাম ‘বসু পরিবার’ যা মুক্তি পেয়েছে গত সপ্তাহে। এই ছবিতে সৌমিত্র আছেন প্রণবেন্দুর ভূমিকায় ও অপর্ণা সেন মঞ্জরীর ভূমিকায়। পরিচালক সুমন ঘোষ জানান, আসলে এটা একটা একান্নবর্তী পরিবারের গল্প। সেই পরিবারের নাম অনুসারে এই ছবির নাম রাখা হয়েছে। আসলে, ছবির নাম রেজিস্ট্রেশন হওয়ার পরে আমি জানতে পারি এই নামে আর একটা ছবি রয়েছে। এবং সেই ছবিতে উত্তমকুমার ও সুপ্রিয়া দেবী অভিনয় করেছিলেন। সে যাই হোক, আবার দীর্ঘ সময় পরে জুটি হিসেবে আবার সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেনের ফিরে আসাটা সিনেমার দর্শকদের কাছে বেশ রোমাঞ্চকর অনুভূতি। তবে অপর্ণা সেনের কাছে এই জুটি শব্দটা এখন আর তেমন নাড়া দেয় না। নিজেই জানালেন, ‘জুটিটা কম বয়সের ব্যাপার। এখনও যে একসঙ্গে কাজ করছি এটাই ভালো লাগার মত ব্যাপার। এখন আমরা দুজনেই অনেক ম্যাচিওরড। কাজেই এখন আর নিজেদের ‘জুটি’ হিসেবে জাহির করাটা পছন্দ নয়।’