ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

১৫ কেজি রুপার গয়না ও ফেনসিডিল উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • / ৩৪৩ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি ২৯০ গ্রাম রুপার গয়না, ফেনসিডিল ও ভারতীয় শাড়ী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ও গত শনিবার পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্ট্যান্ড নামক স্থান থেকে ১৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। উদ্ধার হওয়া শাড়ি কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
একইদিন দুপুর ১২টার দিকে নিয়মিত টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শফিকুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাঠ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
অপর দিকে, গত শনিবার রাত ১০টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসির নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার নায়েক মো. জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কুড়ালগাছি গ্রামের মাঠ থেকে ১৫ কেজি ২৯০ গ্রাম (১৩১১ ভরি) বিভিন্ন প্রকার উন্নতমানের রুপার গয়না উদ্ধার করেন। উদ্ধার হওয়া রুপার গয়নার মূল্য প্রায় ১৩ লাখ ১১ হাজার টাকা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

১৫ কেজি রুপার গয়না ও ফেনসিডিল উদ্ধার

আপলোড টাইম : ১০:২৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি ২৯০ গ্রাম রুপার গয়না, ফেনসিডিল ও ভারতীয় শাড়ী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ও গত শনিবার পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্ট্যান্ড নামক স্থান থেকে ১৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। উদ্ধার হওয়া শাড়ি কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
একইদিন দুপুর ১২টার দিকে নিয়মিত টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শফিকুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাঠ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
অপর দিকে, গত শনিবার রাত ১০টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসির নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার নায়েক মো. জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কুড়ালগাছি গ্রামের মাঠ থেকে ১৫ কেজি ২৯০ গ্রাম (১৩১১ ভরি) বিভিন্ন প্রকার উন্নতমানের রুপার গয়না উদ্ধার করেন। উদ্ধার হওয়া রুপার গয়নার মূল্য প্রায় ১৩ লাখ ১১ হাজার টাকা।