ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

১৫০ কোটির ক্লাবে ঢুকে গান গাইলেন পরিণীতি!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • / ৩০০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:
মুক্তির চার সপ্তাহ চলছে, অথচ বক্স অফিস সংগ্রহে থামার কোনো লক্ষণই নেই অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া অভিনীত ‘কেসারি’র। বক্স অফিস আয়ে ১৫০ কোটি রুপি পার করেছে এ ছবি। লক্ষণ দেখে মনে হচ্ছে, আরো আয় করবে ছবিটি। নিজের সিনেমা ১৫০ কোটির ক্লাবে, আর উদযাপন করবেন না, তাই কি হয়? একটু ভিন্নভাবে উদযাপন করলেন পরিণীতি চোপড়া। এমনিতেই বি-টাউনের সবাই তাঁর সুরেলা কণ্ঠ সম্পর্কে জানেন। এ ছবির ‘তেরি মিট্টি’ গানের নারী ভার্সন হলো পরিণীতির হাত ধরে। ‘তেরি মিট্টি’ গানটির পুরুষ ভার্সন প্রকাশিত হয় বি প্রাকের কণ্ঠে। ইনস্টাগ্রামে সেই গানের ভিডিওটি প্রকাশ করেছেন পরিণীতি চোপড়া। ক্যাপশনে বলেছেন, গান গাইতে ভালোবাসেন তিনি। গান ছাড়া আর কোনো কিছুই এতটা আবিষ্ট করতে পারে না তাঁকে, সুখী করতে পারে না। ‘সারাদিন গান গাই আমি। সে যে-ই হোন, আমায় যদি গান শোনান, তিনি হয়ে যান আমার আত্মার টুকরো,’ যোগ করেন পরিণীতি। অভিনয়ের পাশাপাশি অসাধারণ সংগীতশিল্পী পরিণীতি চোপড়া। এর আগে তিনি ‘মানা কে হাম ইয়ার নেহি’, ‘মেরি পেয়ারি বিন্দু’সহ একাধিক গান গেয়েছেন। ‘তেরি মিট্টি’ গানে যেন হৃদয়ের সবটুকু উজাড় করে দিয়েছেন। ইতিহাস-আশ্রিত হিন্দি চলচ্চিত্র ‘কেসারি’ বিশ্বজুড়ে সিনেপ্রেমীদের মন জয় করে চলেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

১৫০ কোটির ক্লাবে ঢুকে গান গাইলেন পরিণীতি!

আপলোড টাইম : ১০:০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯

বিনোদন ডেস্ক:
মুক্তির চার সপ্তাহ চলছে, অথচ বক্স অফিস সংগ্রহে থামার কোনো লক্ষণই নেই অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া অভিনীত ‘কেসারি’র। বক্স অফিস আয়ে ১৫০ কোটি রুপি পার করেছে এ ছবি। লক্ষণ দেখে মনে হচ্ছে, আরো আয় করবে ছবিটি। নিজের সিনেমা ১৫০ কোটির ক্লাবে, আর উদযাপন করবেন না, তাই কি হয়? একটু ভিন্নভাবে উদযাপন করলেন পরিণীতি চোপড়া। এমনিতেই বি-টাউনের সবাই তাঁর সুরেলা কণ্ঠ সম্পর্কে জানেন। এ ছবির ‘তেরি মিট্টি’ গানের নারী ভার্সন হলো পরিণীতির হাত ধরে। ‘তেরি মিট্টি’ গানটির পুরুষ ভার্সন প্রকাশিত হয় বি প্রাকের কণ্ঠে। ইনস্টাগ্রামে সেই গানের ভিডিওটি প্রকাশ করেছেন পরিণীতি চোপড়া। ক্যাপশনে বলেছেন, গান গাইতে ভালোবাসেন তিনি। গান ছাড়া আর কোনো কিছুই এতটা আবিষ্ট করতে পারে না তাঁকে, সুখী করতে পারে না। ‘সারাদিন গান গাই আমি। সে যে-ই হোন, আমায় যদি গান শোনান, তিনি হয়ে যান আমার আত্মার টুকরো,’ যোগ করেন পরিণীতি। অভিনয়ের পাশাপাশি অসাধারণ সংগীতশিল্পী পরিণীতি চোপড়া। এর আগে তিনি ‘মানা কে হাম ইয়ার নেহি’, ‘মেরি পেয়ারি বিন্দু’সহ একাধিক গান গেয়েছেন। ‘তেরি মিট্টি’ গানে যেন হৃদয়ের সবটুকু উজাড় করে দিয়েছেন। ইতিহাস-আশ্রিত হিন্দি চলচ্চিত্র ‘কেসারি’ বিশ্বজুড়ে সিনেপ্রেমীদের মন জয় করে চলেছে।