ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

১৩টি দিনমজুরের পরিবারকে সাহায্য পাঠান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • / ৩৯৫ বার পড়া হয়েছে

17629793_1037750066357629_2310399477134589014_n

আর্থিক সহায়তার হাত বাড়ানোর জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন গতকাল ২৬ শে মার্চ চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়রামপুর স্কুলের বটতলা নামক স্থানে ট্রাক-আলমসাধুর মুখোমুখি এক মর্মান্তিক সংঘর্ষ হয়। যেখানে ঘটনাস্থলেই ১৩জন নির্মাণ শ্রমিক মারা যায় আর মুমূর্ষ অবস্থায় ১০ জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়। “ওরা ছিল দিনমজুর (নির্মাণ শ্রমিক), ওরা দিন এনে-দিন খেতো”। প্রতিদিনের মত ঐ দিনও ওরা বের হয়েছিল পরিবারের জন্য দু-মুঠো খাবারের বাবস্থা করার জন্য। প্রতিদিনের মতই ক্লান্তের হাসি মাখা মুখখানি নিয়ে দিন শেষে ওদের আর বাড়ি ফেরা হল না। রাস্তার কালো পিচ ওদের রক্তে রঞ্জিত হয়ে গেল। রাস্তার উপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকল টিফিন বাটিতে ভরা ওদের খাবার, আর ওরা চলে গেল না ফেরার দেশে। এই নিহতদের শোকসন্তপ্ত অভাবী পরিবারের প্রতি আমরা যতই সাহায্যের হাত বাড়ায় না কেন তা হয়তো তাদের আপনজন হারানোর ব্যাথা কখনই ভুলবে না ঠিকই কিন্তু দু’বেলা দু’মুঠো ভাতের ব্যবস্থা ঠিকই আমাদের মাধ্যমে হতে পারে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি অনুরোধ থাকল আপনারা নিজেরা যে যতটুকু পারেন সাহায্য করবেন আর কাছের মানুষদের কেউ বলবেন এই মৃতপ্রায় পরিবারগুলোর প্রতি সাহায্য করার জন্য এগিয়ে আসতে। যেখানে কতগুলো পরিবারের মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য সকলের ঐক্য প্রচেষ্টা সেখানে বিবেকের বাঁধা, প্রশ্ন না মানাই ভালো। আপনাদের প্রতিটা ভালো কাজের মধ্যে থেকে এটাও হোক আরেকটা ভালো কাজের অংশ। আর আপনাদের দানকৃত অর্থই করে দিতে পারে অবিভাবকহীন একটি পরিবারের দু’বেলা দু’মুঠো খাবারের যোগান। (উল্লেখ্য যারা মারা গিয়েছে তারা সকলেই ছিল তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি) ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন সবাই। সাহায্য পাঠানোর সুবিধার্থে বিকাশ ও ডাচবাংলা মোবাইল ব্যাংকের নম্বর এবং আপনাদের জন্য আরও সুবিধার্থে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেয়া হল।
ডাচবাংলা মোবাইল ব্যাংক: ০১৭৭৭-২২১০১০০ (ঋ ই অংযধন টঃংযধন), বিকাশ মোবাইল ব্যাংক: ০১৯১৪-২৭৪১৪১ (অশধংয গধষরশ), ০১৯১৩-৮৬৮৫৮০ (ঝঁফরঢ় ঝধযধ) ব্যাংক অ্যাকাউন্টঃ টহরঃবফ ঈড়সসবৎপরধষ ইধহশ (টঈই) অ্যাকাউন্ট হোল্ডারের নাম: সুদিপ সাহা সঞ্চয়ী হিসাব নাম্বার: ০৬৬৩২০৬০০০০০৩০২৪। -বিজ্ঞপ্তি

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

১৩টি দিনমজুরের পরিবারকে সাহায্য পাঠান

আপলোড টাইম : ০৪:৫২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭

17629793_1037750066357629_2310399477134589014_n

আর্থিক সহায়তার হাত বাড়ানোর জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন গতকাল ২৬ শে মার্চ চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়রামপুর স্কুলের বটতলা নামক স্থানে ট্রাক-আলমসাধুর মুখোমুখি এক মর্মান্তিক সংঘর্ষ হয়। যেখানে ঘটনাস্থলেই ১৩জন নির্মাণ শ্রমিক মারা যায় আর মুমূর্ষ অবস্থায় ১০ জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়। “ওরা ছিল দিনমজুর (নির্মাণ শ্রমিক), ওরা দিন এনে-দিন খেতো”। প্রতিদিনের মত ঐ দিনও ওরা বের হয়েছিল পরিবারের জন্য দু-মুঠো খাবারের বাবস্থা করার জন্য। প্রতিদিনের মতই ক্লান্তের হাসি মাখা মুখখানি নিয়ে দিন শেষে ওদের আর বাড়ি ফেরা হল না। রাস্তার কালো পিচ ওদের রক্তে রঞ্জিত হয়ে গেল। রাস্তার উপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকল টিফিন বাটিতে ভরা ওদের খাবার, আর ওরা চলে গেল না ফেরার দেশে। এই নিহতদের শোকসন্তপ্ত অভাবী পরিবারের প্রতি আমরা যতই সাহায্যের হাত বাড়ায় না কেন তা হয়তো তাদের আপনজন হারানোর ব্যাথা কখনই ভুলবে না ঠিকই কিন্তু দু’বেলা দু’মুঠো ভাতের ব্যবস্থা ঠিকই আমাদের মাধ্যমে হতে পারে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি অনুরোধ থাকল আপনারা নিজেরা যে যতটুকু পারেন সাহায্য করবেন আর কাছের মানুষদের কেউ বলবেন এই মৃতপ্রায় পরিবারগুলোর প্রতি সাহায্য করার জন্য এগিয়ে আসতে। যেখানে কতগুলো পরিবারের মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য সকলের ঐক্য প্রচেষ্টা সেখানে বিবেকের বাঁধা, প্রশ্ন না মানাই ভালো। আপনাদের প্রতিটা ভালো কাজের মধ্যে থেকে এটাও হোক আরেকটা ভালো কাজের অংশ। আর আপনাদের দানকৃত অর্থই করে দিতে পারে অবিভাবকহীন একটি পরিবারের দু’বেলা দু’মুঠো খাবারের যোগান। (উল্লেখ্য যারা মারা গিয়েছে তারা সকলেই ছিল তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি) ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন সবাই। সাহায্য পাঠানোর সুবিধার্থে বিকাশ ও ডাচবাংলা মোবাইল ব্যাংকের নম্বর এবং আপনাদের জন্য আরও সুবিধার্থে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেয়া হল।
ডাচবাংলা মোবাইল ব্যাংক: ০১৭৭৭-২২১০১০০ (ঋ ই অংযধন টঃংযধন), বিকাশ মোবাইল ব্যাংক: ০১৯১৪-২৭৪১৪১ (অশধংয গধষরশ), ০১৯১৩-৮৬৮৫৮০ (ঝঁফরঢ় ঝধযধ) ব্যাংক অ্যাকাউন্টঃ টহরঃবফ ঈড়সসবৎপরধষ ইধহশ (টঈই) অ্যাকাউন্ট হোল্ডারের নাম: সুদিপ সাহা সঞ্চয়ী হিসাব নাম্বার: ০৬৬৩২০৬০০০০০৩০২৪। -বিজ্ঞপ্তি