ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হ্যাজার্ডের জোড়া গোলে শীর্ষ চারে ফিরল চেলসি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩৩৮ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: টানা দুই হারের পর এডেন হ্যাজার্ডের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে ফিরেছে চেলসি। সোমবার রাতে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্য গোলটি করেন ভিক্টর মোজেজ। প্রিমিয়ার লিগের আগের দুই ম্যাচে বোর্নমাউথ ও ওয়াটফোর্ডের কাছে হেরেছিল আন্তোনিও কোন্তের দল। ২৫তম মিনিটে নতুন সতীর্থ অলিভিয়ে জিরুদের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডি-বক্স থেকে জোরালো কোনাকুনি শটে চেলসিকে এগিয়ে দেন হ্যাজার্ড। ৬৩তম মিনিটে সেস ফাব্রেগাসের ফ্লিক প্রতিপক্ষের একে খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টালে পেয়ে যান মোজেজ। ডি-বক্সের ভেতর থেকে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন নাইজেরিয়ার এই উইঙ্গার। আট মিনিট পর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করেন হ্যাজার্ড। এক ডিফেন্ডারকে ধোঁকা দিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে নড়ার সুযোগ না দিয়ে কাছের জাল দিয়ে বল জালে পাঠান বেলজিয়ামের এই ফরোয়ার্ড। ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের জায়গা করে নেওয়ার লড়াইয়ে লন্ডনের আরেক দল টটেনহ্যাম হটস্পারের চেয়ে এগিয়ে তারা ১ পয়েন্ট। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আগের দিন ২-০ গোলে সাউথ্যাম্পটনকে হারানো লিভারপুল। রোববার অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হারা ম্যানচেস্টার ইউনাইটেড ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সবার ধরাছোঁয়ার বাইরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭২।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হ্যাজার্ডের জোড়া গোলে শীর্ষ চারে ফিরল চেলসি

আপলোড টাইম : ১০:৩৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮

খেলাধুলা ডেস্ক: টানা দুই হারের পর এডেন হ্যাজার্ডের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে ফিরেছে চেলসি। সোমবার রাতে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্য গোলটি করেন ভিক্টর মোজেজ। প্রিমিয়ার লিগের আগের দুই ম্যাচে বোর্নমাউথ ও ওয়াটফোর্ডের কাছে হেরেছিল আন্তোনিও কোন্তের দল। ২৫তম মিনিটে নতুন সতীর্থ অলিভিয়ে জিরুদের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডি-বক্স থেকে জোরালো কোনাকুনি শটে চেলসিকে এগিয়ে দেন হ্যাজার্ড। ৬৩তম মিনিটে সেস ফাব্রেগাসের ফ্লিক প্রতিপক্ষের একে খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টালে পেয়ে যান মোজেজ। ডি-বক্সের ভেতর থেকে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন নাইজেরিয়ার এই উইঙ্গার। আট মিনিট পর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করেন হ্যাজার্ড। এক ডিফেন্ডারকে ধোঁকা দিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে নড়ার সুযোগ না দিয়ে কাছের জাল দিয়ে বল জালে পাঠান বেলজিয়ামের এই ফরোয়ার্ড। ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের জায়গা করে নেওয়ার লড়াইয়ে লন্ডনের আরেক দল টটেনহ্যাম হটস্পারের চেয়ে এগিয়ে তারা ১ পয়েন্ট। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আগের দিন ২-০ গোলে সাউথ্যাম্পটনকে হারানো লিভারপুল। রোববার অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হারা ম্যানচেস্টার ইউনাইটেড ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সবার ধরাছোঁয়ার বাইরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭২।