ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশে তিন ধাপ নিচে নামল টাইগাররা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • / ৭০ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক:
আইসিসি ওয়ানডে সুপার লিগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ডকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে যায় টাইগাররা। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জয়বিহীন টাইগাররা। স্বাগতিক কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়ে একেবারে মাটিতে নামল তামিম বাহিনী। তালিকায় তিন ধাপ নিচে নামল বাংলাদেশ। তামিমদের এখন অবস্থান পঞ্চমে। আগামী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার দৌড়ে আইসিসির চালু করা নতুন এই ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিল বেশ গুরুত্বপূর্ণ। সে হিসাবে সুপার লিগের তিন ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার নিচে দ্বিতীয় অবস্থানে উঠল নিউজিল্যান্ড। ওদিকে সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলে তিন নম্বরে উঠল আফগানিস্তান। নিউজিল্যান্ডে সফরে কোনো প্রাপ্তিই নেই বাংলাদেশের। সিরিজ শুরুর আগে টাইগারদের পয়েন্ট ছিল ৩০, সিরিজ শেষেও তাই। পয়েন্টের দিক থেকে বাংলাদেশকে ধরে ফেলেছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সমান পয়েন্ট নিয়েও বাংলাদেশকে নিচে নামিয়ে দিয়েছে এ তিন দল। পয়েন্ট টেবিলে এই ব্যবধান গড়ে দিয়েছে মূলত রান রেট। রান রেটের কারণে নিউজিল্যান্ড দ্বিতীয়, আফগানিস্তান তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ ও বাংলাদেশ পঞ্চম স্থানে অবস্থান করছে। সর্বোচ্চ ৪০ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট সমান হলেও নিউজিল্যান্ড ও আফগানিস্তানের চেয়ে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের সমান সংখ্যক ম্যাচ খেলে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড ও আফগানিস্তান তিনটি করে, ইংল্যান্ড ৭টি ম্যাচ খেলেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হোয়াইটওয়াশে তিন ধাপ নিচে নামল টাইগাররা

আপলোড টাইম : ১০:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১

খেলাধুলা ডেস্ক:
আইসিসি ওয়ানডে সুপার লিগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ডকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে যায় টাইগাররা। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জয়বিহীন টাইগাররা। স্বাগতিক কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়ে একেবারে মাটিতে নামল তামিম বাহিনী। তালিকায় তিন ধাপ নিচে নামল বাংলাদেশ। তামিমদের এখন অবস্থান পঞ্চমে। আগামী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার দৌড়ে আইসিসির চালু করা নতুন এই ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিল বেশ গুরুত্বপূর্ণ। সে হিসাবে সুপার লিগের তিন ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার নিচে দ্বিতীয় অবস্থানে উঠল নিউজিল্যান্ড। ওদিকে সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলে তিন নম্বরে উঠল আফগানিস্তান। নিউজিল্যান্ডে সফরে কোনো প্রাপ্তিই নেই বাংলাদেশের। সিরিজ শুরুর আগে টাইগারদের পয়েন্ট ছিল ৩০, সিরিজ শেষেও তাই। পয়েন্টের দিক থেকে বাংলাদেশকে ধরে ফেলেছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সমান পয়েন্ট নিয়েও বাংলাদেশকে নিচে নামিয়ে দিয়েছে এ তিন দল। পয়েন্ট টেবিলে এই ব্যবধান গড়ে দিয়েছে মূলত রান রেট। রান রেটের কারণে নিউজিল্যান্ড দ্বিতীয়, আফগানিস্তান তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ ও বাংলাদেশ পঞ্চম স্থানে অবস্থান করছে। সর্বোচ্চ ৪০ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট সমান হলেও নিউজিল্যান্ড ও আফগানিস্তানের চেয়ে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের সমান সংখ্যক ম্যাচ খেলে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড ও আফগানিস্তান তিনটি করে, ইংল্যান্ড ৭টি ম্যাচ খেলেছে।