ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হুইলচেয়ার টি২০ সিরিজে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
  • / ২৮৯ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক:
অপরাজিত স্বাগতিকদের হারিয়ে ত্রিদেশীয় হুইল চেয়ার টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। উত্তেজনাকর ম্যাচে ভারতকে পাঁচ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। রোববার কলকাতার এনডিকেএ স্টেডিয়ামে টস জিতে ভারতীয় দলের অধিনায়ক সোমজিৎ বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা বাংলাদেশের ভালো হলেও শেষের দিকে কম রান উঠায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে সক্ষম হয়। বাংলাদেশের জয়ের নায়ক ছিল ব্যাট করতে নেমে ২২ বলে ৩৪ রান করা ও পাঁচ উইকেট নেয়া শফিক। ম্যাচে বাংলাদেশের দুই ওপেনার শরীফুল ও শফিক দুর্দান্ত শুরু করে ৭.৩ ওভারে ৫২ রানের জুটি গড়েন। ভারতের অলরাউন্ডার আনমুল প্রথম ব্রেক থ্রো দেন। ২২ বলে ৩৪ রান করা শফিককে বোল্ড আউট করা ওভারেই ওয়ান ডাউনে নামা আল-আমিনকে রানের খাতা খোলার আগেই বোল্ড করেন। মূলত ওই ওভারে দুই উইকেট পতনের পরই বাংলাদেশের রানের গতি শ্লথ হয়ে যায়। ১৫তম ওভারে ১০০ তে পৌঁছায় বাংলাদেশ। ৪৭ রান করে আউট হওয়া বাহাতি ব্যাটসম্যান আশরাফুল বাদে কেউ ভালো স্কোর করতে পারেননি। শেষ পাঁচ ওভারে মাত্র ৩৩ রান করলে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় ১৩৭ এ। ১৩৮ রানের জবাবে ভালোই খেলতে থাকে ভারত। তবে ১৭তম ওভারে ভীর সিংকে আউট করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন শফিক। একই ওভারে তিনি দুর্দান্ত ক্যাচ নিলে ফলাফল পাল্টে যেতে পারে বলেও বলতে শুরু করেন ধারাভাষ্যকাররা। ওই ওভারে আরেক ব্যাটসম্যান বোল্ড হলে সবার হিসেবই পাল্টে যায়। ১৯তম ওভারে ১৯ বলে ২৫ রান করা আনামুলকে বাঁহাতি বোলার আশরাফুল বোল্ড আউট করলে বাংলাদেশ দলে উল্লাস ছড়িয়ে পড়ে। পরের বলেই আশরাফুল শেষ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ জিতে পাঁচ রানে। এর পরপরই সাউন্ড বক্সে বেজে উঠে ‘সাবাস বাংলাদেশ’ গানটি। নেচে-গেয়ে জয় উদযাপন করেন খেলোয়াড়সহ সঙ্গে থাকা সংশ্লিষ্টরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হুইলচেয়ার টি২০ সিরিজে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপলোড টাইম : ১১:১৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯

খেলাধুলা ডেস্ক:
অপরাজিত স্বাগতিকদের হারিয়ে ত্রিদেশীয় হুইল চেয়ার টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। উত্তেজনাকর ম্যাচে ভারতকে পাঁচ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। রোববার কলকাতার এনডিকেএ স্টেডিয়ামে টস জিতে ভারতীয় দলের অধিনায়ক সোমজিৎ বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা বাংলাদেশের ভালো হলেও শেষের দিকে কম রান উঠায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে সক্ষম হয়। বাংলাদেশের জয়ের নায়ক ছিল ব্যাট করতে নেমে ২২ বলে ৩৪ রান করা ও পাঁচ উইকেট নেয়া শফিক। ম্যাচে বাংলাদেশের দুই ওপেনার শরীফুল ও শফিক দুর্দান্ত শুরু করে ৭.৩ ওভারে ৫২ রানের জুটি গড়েন। ভারতের অলরাউন্ডার আনমুল প্রথম ব্রেক থ্রো দেন। ২২ বলে ৩৪ রান করা শফিককে বোল্ড আউট করা ওভারেই ওয়ান ডাউনে নামা আল-আমিনকে রানের খাতা খোলার আগেই বোল্ড করেন। মূলত ওই ওভারে দুই উইকেট পতনের পরই বাংলাদেশের রানের গতি শ্লথ হয়ে যায়। ১৫তম ওভারে ১০০ তে পৌঁছায় বাংলাদেশ। ৪৭ রান করে আউট হওয়া বাহাতি ব্যাটসম্যান আশরাফুল বাদে কেউ ভালো স্কোর করতে পারেননি। শেষ পাঁচ ওভারে মাত্র ৩৩ রান করলে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় ১৩৭ এ। ১৩৮ রানের জবাবে ভালোই খেলতে থাকে ভারত। তবে ১৭তম ওভারে ভীর সিংকে আউট করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন শফিক। একই ওভারে তিনি দুর্দান্ত ক্যাচ নিলে ফলাফল পাল্টে যেতে পারে বলেও বলতে শুরু করেন ধারাভাষ্যকাররা। ওই ওভারে আরেক ব্যাটসম্যান বোল্ড হলে সবার হিসেবই পাল্টে যায়। ১৯তম ওভারে ১৯ বলে ২৫ রান করা আনামুলকে বাঁহাতি বোলার আশরাফুল বোল্ড আউট করলে বাংলাদেশ দলে উল্লাস ছড়িয়ে পড়ে। পরের বলেই আশরাফুল শেষ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ জিতে পাঁচ রানে। এর পরপরই সাউন্ড বক্সে বেজে উঠে ‘সাবাস বাংলাদেশ’ গানটি। নেচে-গেয়ে জয় উদযাপন করেন খেলোয়াড়সহ সঙ্গে থাকা সংশ্লিষ্টরা।