ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হুইপ’র সাথে আলমডাঙ্গার অর্ধশতাধিক কৃষকের সাক্ষাত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩৩০ বার পড়া হয়েছে

জিকে সেচ প্রকল্পের পানি না পেয়ে বোরো উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা
আলমডাঙ্গা অফিস: জিকে সেচ প্রকল্পের পানির ব্যবস্থা করার জন্য জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সাক্ষাত করেছে আলমডাঙ্গার বিভিন্ন গ্রামের কৃষকরা। পানির অভাবে বোরো উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কায় গতকাল শনিবার বিকেলে অর্ধশতাধিক কৃষক তার সাথে দেখা করে। তিনি পানি উন্নয়ন বোর্ড ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দু’একদিনের মধ্যে পানি দেওয়া হবে বলে কৃষকদের আশ্বস্ত করেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলায় জিকে সেচ প্রকল্পের আওতায় ৮ হাজার ৭শ’ ৫১ হেক্টর জমি রয়েছে। জিকে ক্যানেলের পানি দিয়ে এ অঞ্চলের কৃষকরা মূলত ধান রোপন করে থাকেন। এই বোরো মৌসুমে মাঠে মাঠে কৃষকরা জমি প্রস্তুতির কাজ করার কথা থাকলেও পানির অভাবে তা ব্যাহত হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, প্রতি বছর জানুয়ারী মাসের ১৫ তারিখ থেকে ক্যানেলে পানি ছাড়া হয়। এরপর থেকেই তারা বোরো ধানের বীজতলা তৈরী করেন। এ বছর ১৫ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত ক্যানেলে এক ফোটা পানি দেওয়া হয়নি। ফলে পানির অভাবে বোরো ধানের বীজতলা তৈরি করতে পারছেন না। মৌসুমের শুরুতে সেচ সুবিধা না পেলে বেরো ধান উৎপাদনে লক্ষমাত্রা অর্জিত হবেনা। এ অবস্থায় শনিবার পানির ব্যবস্থার জন্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে বেলগাছি ইউনিয়নের বেশ অর্ধ শতাধিক কৃষক দেখা করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ পানি উন্নয়ন বোর্ডের কৃষ্টিয়ার নির্বাহী প্রকৌশলীকে ফোন করে কৃষকের দুর্দশার কথা জানিয়ে অবিলম্বে পানির ব্যবস্থা করার কথা জানান। প্রকৌশলী জানান, দু’একদিনের মধ্যে পানি ছাড়া ব্যবস্থা করা হবে। কৃষকদের মাঝে উপস্থিত ছিলেন মেজবা উদ্দিন, খাইরুল ইসলাম, ফিরোজ আলী.একলাচ উদ্দিন, আনিস, আব্দুর রাজ্জাক, আজাদ, তুহিন আলী, মন্টু, আলি হোসেন পিন্টু প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হুইপ’র সাথে আলমডাঙ্গার অর্ধশতাধিক কৃষকের সাক্ষাত

আপলোড টাইম : ১১:৪৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮

জিকে সেচ প্রকল্পের পানি না পেয়ে বোরো উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা
আলমডাঙ্গা অফিস: জিকে সেচ প্রকল্পের পানির ব্যবস্থা করার জন্য জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সাক্ষাত করেছে আলমডাঙ্গার বিভিন্ন গ্রামের কৃষকরা। পানির অভাবে বোরো উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কায় গতকাল শনিবার বিকেলে অর্ধশতাধিক কৃষক তার সাথে দেখা করে। তিনি পানি উন্নয়ন বোর্ড ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দু’একদিনের মধ্যে পানি দেওয়া হবে বলে কৃষকদের আশ্বস্ত করেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলায় জিকে সেচ প্রকল্পের আওতায় ৮ হাজার ৭শ’ ৫১ হেক্টর জমি রয়েছে। জিকে ক্যানেলের পানি দিয়ে এ অঞ্চলের কৃষকরা মূলত ধান রোপন করে থাকেন। এই বোরো মৌসুমে মাঠে মাঠে কৃষকরা জমি প্রস্তুতির কাজ করার কথা থাকলেও পানির অভাবে তা ব্যাহত হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, প্রতি বছর জানুয়ারী মাসের ১৫ তারিখ থেকে ক্যানেলে পানি ছাড়া হয়। এরপর থেকেই তারা বোরো ধানের বীজতলা তৈরী করেন। এ বছর ১৫ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত ক্যানেলে এক ফোটা পানি দেওয়া হয়নি। ফলে পানির অভাবে বোরো ধানের বীজতলা তৈরি করতে পারছেন না। মৌসুমের শুরুতে সেচ সুবিধা না পেলে বেরো ধান উৎপাদনে লক্ষমাত্রা অর্জিত হবেনা। এ অবস্থায় শনিবার পানির ব্যবস্থার জন্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে বেলগাছি ইউনিয়নের বেশ অর্ধ শতাধিক কৃষক দেখা করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ পানি উন্নয়ন বোর্ডের কৃষ্টিয়ার নির্বাহী প্রকৌশলীকে ফোন করে কৃষকের দুর্দশার কথা জানিয়ে অবিলম্বে পানির ব্যবস্থা করার কথা জানান। প্রকৌশলী জানান, দু’একদিনের মধ্যে পানি ছাড়া ব্যবস্থা করা হবে। কৃষকদের মাঝে উপস্থিত ছিলেন মেজবা উদ্দিন, খাইরুল ইসলাম, ফিরোজ আলী.একলাচ উদ্দিন, আনিস, আব্দুর রাজ্জাক, আজাদ, তুহিন আলী, মন্টু, আলি হোসেন পিন্টু প্রমুখ।