ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮
  • / ৫৯৮ বার পড়া হয়েছে

নতিপোতা প্রতিনিধি: সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকায় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এতিহ্যবাহী খেলাধুলা। শৈশবে যেসব খেলাধুলা খেলেছিলো আজকের বৃদ্ধরা সেসব খেলাধুলা না দেখতে পেয়ে তাঁরাও এখন ভুলে গেছেন বহু খেলার নাম। আধুনিক সভ্যতার ছোঁয়াও কালের বিবর্তনে মহাকালের ইতিহাস থেকে হারিযে যেতে বসেছে এসব খেলাধুলা। বর্তমানে গ্রামীণ খেলা বিলুপ্ত হতে হতে আজ তার অস্তিত্ব খুজে পাওয়া কঠিন। খোদ অজপাড়াগায়েও সবচেয়ে বেশি প্রচলিত খেলা ছিলেন দড়ি টানাটানি, কাবাড়ি, বৌচিক ও কানামাছিসহ অসংখ্যা খেলা। এমনই ব্যতিক্রম খেলার আয়োজন করে দামুড়হুদার দক্ষিণ হোগলডাঙ্গা যুব সংঘ ক্লাব। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মোসলেম উদ্দীনের সভাপতিত্বতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খেলার উদ্ধোধন করেন নতিপোতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুল হক। এসময় উপস্তিত ছিলেন আ.লীগ নেতা রবিউল ইসলাম, ইউপি সদস্য সেলিম উদ্দীন, শফিকুল ইসলাম, মাও. হারুন অর রশিদ, আশাদুল হক, হোগলডাঙ্গা ক্যাম্প ইনর্চাজ এসআই সাহাদৎ হোসেন প্রমূখ। হোগলডাঙ্গা মাধ্যামিক বিদ্যালয়ের মাঠে (১২) দলের অংশগ্রহনে মাধ্যমে দড়ি (রশি টানাটানি ) টানাটানি খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রধান পুরষ্কার হিসাবে ছিলো একটি ছাগল, দ্বিতীয় পুরষ্কার একটি ভেড়া। এ খেলায় প্রথম হয় দামুড়হুদার গুছিপাড়া (জগন্নাথপুর) ও দ্বিতীয় হয় খলসিগাড়ী টিম। তাছাড়াও বিকালের দিকে একই স্থানে কলাগাছ খেলাসহ গ্রাম বাংলার কয়েকটি খেলা খেলায় কমিটি ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা!

আপলোড টাইম : ০৫:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮

নতিপোতা প্রতিনিধি: সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকায় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এতিহ্যবাহী খেলাধুলা। শৈশবে যেসব খেলাধুলা খেলেছিলো আজকের বৃদ্ধরা সেসব খেলাধুলা না দেখতে পেয়ে তাঁরাও এখন ভুলে গেছেন বহু খেলার নাম। আধুনিক সভ্যতার ছোঁয়াও কালের বিবর্তনে মহাকালের ইতিহাস থেকে হারিযে যেতে বসেছে এসব খেলাধুলা। বর্তমানে গ্রামীণ খেলা বিলুপ্ত হতে হতে আজ তার অস্তিত্ব খুজে পাওয়া কঠিন। খোদ অজপাড়াগায়েও সবচেয়ে বেশি প্রচলিত খেলা ছিলেন দড়ি টানাটানি, কাবাড়ি, বৌচিক ও কানামাছিসহ অসংখ্যা খেলা। এমনই ব্যতিক্রম খেলার আয়োজন করে দামুড়হুদার দক্ষিণ হোগলডাঙ্গা যুব সংঘ ক্লাব। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মোসলেম উদ্দীনের সভাপতিত্বতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খেলার উদ্ধোধন করেন নতিপোতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুল হক। এসময় উপস্তিত ছিলেন আ.লীগ নেতা রবিউল ইসলাম, ইউপি সদস্য সেলিম উদ্দীন, শফিকুল ইসলাম, মাও. হারুন অর রশিদ, আশাদুল হক, হোগলডাঙ্গা ক্যাম্প ইনর্চাজ এসআই সাহাদৎ হোসেন প্রমূখ। হোগলডাঙ্গা মাধ্যামিক বিদ্যালয়ের মাঠে (১২) দলের অংশগ্রহনে মাধ্যমে দড়ি (রশি টানাটানি ) টানাটানি খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রধান পুরষ্কার হিসাবে ছিলো একটি ছাগল, দ্বিতীয় পুরষ্কার একটি ভেড়া। এ খেলায় প্রথম হয় দামুড়হুদার গুছিপাড়া (জগন্নাথপুর) ও দ্বিতীয় হয় খলসিগাড়ী টিম। তাছাড়াও বিকালের দিকে একই স্থানে কলাগাছ খেলাসহ গ্রাম বাংলার কয়েকটি খেলা খেলায় কমিটি ।