ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হামলার ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
  • / ৪১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় দফায় দফায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় সদর ফাঁড়ি পুলিশের টিএসআই ওহিদুল ইসলাম ওহিদের উপর হামলার ঘটনায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা ফার্মপাড়া ও হকপাড়ার দু’গ্রুপের মধ্যে পাল্টা-পাল্টি সংঘর্ষ ও মারামারির ঘটনা চলে আসছিল। এরই এক পর্যায়ে পুলিশের কাছে একটা ম্যাসেজ আসে যে- রাতে ওখানে ওরা আবার জড়ো হচ্ছে এবং নাশকতার চেষ্টা করছে। এ খবর পেয়ে থানায় একটা জিডি করা হয় এবং টহল পুলিশ সেখানে রওনা হয়। এরআগে সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলাম ওহিদের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে ৬জন ফোর্স সেখানে পৌছালে দু’গ্রুপের মধ্যে থেকে মিন্টু নামের ওই যুবক দেশীয় অস্ত্র (বড় হাসুয়া) দিয়ে ওহিদের ডান ঘাড়ে সজোরে আঘাত করে। তার আক্রমণে মারাত্মক জখম হয় টিএসআই ওহিদ। এ সময় স্থানীয়রা আক্রমণকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।’
পুলিশ সুপার আরো বলেন, ‘মারাত্মক জখম চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই ওহিদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রথম পর্যায়ের চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার্থে রাজধানী ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ছাড়া আক্রমণকারী মিন্টুকে সুস্থ করে তুলতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নেয়া হচ্ছে।’
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা চত্ত্বরে তাৎক্ষণিক এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (জীবননগর ও দামুড়হুদা সার্কেল) মোহা. কলিমুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হকসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হামলার ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

আপলোড টাইম : ১১:৩৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় দফায় দফায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় সদর ফাঁড়ি পুলিশের টিএসআই ওহিদুল ইসলাম ওহিদের উপর হামলার ঘটনায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা ফার্মপাড়া ও হকপাড়ার দু’গ্রুপের মধ্যে পাল্টা-পাল্টি সংঘর্ষ ও মারামারির ঘটনা চলে আসছিল। এরই এক পর্যায়ে পুলিশের কাছে একটা ম্যাসেজ আসে যে- রাতে ওখানে ওরা আবার জড়ো হচ্ছে এবং নাশকতার চেষ্টা করছে। এ খবর পেয়ে থানায় একটা জিডি করা হয় এবং টহল পুলিশ সেখানে রওনা হয়। এরআগে সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলাম ওহিদের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে ৬জন ফোর্স সেখানে পৌছালে দু’গ্রুপের মধ্যে থেকে মিন্টু নামের ওই যুবক দেশীয় অস্ত্র (বড় হাসুয়া) দিয়ে ওহিদের ডান ঘাড়ে সজোরে আঘাত করে। তার আক্রমণে মারাত্মক জখম হয় টিএসআই ওহিদ। এ সময় স্থানীয়রা আক্রমণকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।’
পুলিশ সুপার আরো বলেন, ‘মারাত্মক জখম চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই ওহিদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রথম পর্যায়ের চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার্থে রাজধানী ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ছাড়া আক্রমণকারী মিন্টুকে সুস্থ করে তুলতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নেয়া হচ্ছে।’
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা চত্ত্বরে তাৎক্ষণিক এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (জীবননগর ও দামুড়হুদা সার্কেল) মোহা. কলিমুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হকসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।