ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হাতিতে চড়ে মেহেরপুরে বরের আগমন!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
  • / ২১৫ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
গাংনী উপজেলা থেকে মেহেরপুর সদর উপজেলায় হাতির পিঠে চড়ে কনের বাড়িতে বিয়ে করতে আসলেন বর তুলিপ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মুন্সিপাড়া থেকে হাতি, ঘোড়া, গরু ও মহিষের গাড়ি বহর নিয়ে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের সানজিদা আক্তার শাওনকে বিয়ে করতে কনের বাড়িতে বরের অগমন ঘটলে কৌতুহলি ও উৎসুক এলাকাবাসী ভীড় জমায়। শাওন মদনাডাঙ্গা গ্রামের আকছেদ আলীর মেয়ে এবং বর তুলিপ গাড়াডোব মুন্সিপাড়ার ময়নাল হকের ছেলে। যান্ত্রিক যুগে হাতি,ঘোড়া,গরু নিয়ে এমন ব্যতিক্রমী বিয়ে বহর দেখতে রাস্তার দুপাশে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে । এমন ব্যতিক্রম আয়োজনের বিষয় নিয়ে বর তুলিপ বলেন, সকলেই মনে মনে একটু ব্যতিক্রম কিছু করতে চাই। সে উদ্দেশ্য এবং পিতার শখ পূরণের জন্য তার এ হাতিতে চড়ে বিয়ে করা। বরের আত্মীয় ও ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান জানান,করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এ ধরনের উদ্যোগ নেয়া ঠিক হয়নি। তবে বরের পিতা ময়নাল হকের শখ পুরণে অল্প সংখ্যক লোকজন নিয়ে স্বল্প পরিসরে এ বিয়ের আয়োজন করা হয়েছে। বর্তমানে সব কিছুতে আধুনিকতার ছোঁয়া থাকলেও এই ব্যতিক্রমধর্মী বিয়ে পুরাতন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিয়েছে বার বার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হাতিতে চড়ে মেহেরপুরে বরের আগমন!

আপলোড টাইম : ০৯:৪৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০

মেহেরপুর অফিস:
গাংনী উপজেলা থেকে মেহেরপুর সদর উপজেলায় হাতির পিঠে চড়ে কনের বাড়িতে বিয়ে করতে আসলেন বর তুলিপ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মুন্সিপাড়া থেকে হাতি, ঘোড়া, গরু ও মহিষের গাড়ি বহর নিয়ে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের সানজিদা আক্তার শাওনকে বিয়ে করতে কনের বাড়িতে বরের অগমন ঘটলে কৌতুহলি ও উৎসুক এলাকাবাসী ভীড় জমায়। শাওন মদনাডাঙ্গা গ্রামের আকছেদ আলীর মেয়ে এবং বর তুলিপ গাড়াডোব মুন্সিপাড়ার ময়নাল হকের ছেলে। যান্ত্রিক যুগে হাতি,ঘোড়া,গরু নিয়ে এমন ব্যতিক্রমী বিয়ে বহর দেখতে রাস্তার দুপাশে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে । এমন ব্যতিক্রম আয়োজনের বিষয় নিয়ে বর তুলিপ বলেন, সকলেই মনে মনে একটু ব্যতিক্রম কিছু করতে চাই। সে উদ্দেশ্য এবং পিতার শখ পূরণের জন্য তার এ হাতিতে চড়ে বিয়ে করা। বরের আত্মীয় ও ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান জানান,করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এ ধরনের উদ্যোগ নেয়া ঠিক হয়নি। তবে বরের পিতা ময়নাল হকের শখ পুরণে অল্প সংখ্যক লোকজন নিয়ে স্বল্প পরিসরে এ বিয়ের আয়োজন করা হয়েছে। বর্তমানে সব কিছুতে আধুনিকতার ছোঁয়া থাকলেও এই ব্যতিক্রমধর্মী বিয়ে পুরাতন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিয়েছে বার বার।