ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হাটবোয়ালিয়ায় মসজিদের দোকানঘর দখল, মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯
  • / ৩০১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া জামে মসজিদের জমিতে অবস্থিত দোকানঘর জোর করে দখলে রাখার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুসল্লিসহ এলাকাবাসী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মসজিদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, পার্শ্ববর্তী গাংনী উপজেলার চাঁদপুরের আজিজুল হকের ছেলে লাভলু, একই গ্রামের আওলাদ বিশ্বাসের ছেলে আল আমিন, ভাংবাড়িয়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে আব্দুল জলিল ও তাঁর ভাই রবিউল ইসলাম ১৯৮৪ সাল থেকে মাত্র দেড় শ টাকা মাসিক ভাড়ার বিনিময়ে মসজিদের পাঁচটি দোকানঘর এযাবৎকাল পর্যন্ত দখল করে রেখেছেন। অথচ মসজিদের এ দোকানঘরগুলোর পাশের দোকানগুলোর বর্তমান মাসিক ভাড়া তিন হাজার টাকা করে। সম্প্রতি পুরোনো দোকানঘর ভেঙে সেখানে আধুনিক মার্কেট নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে মসজিদের কমিটি ও এলাকাবাসী। এ সিদ্ধান্ত মোতাবেক মসজিদের দোকানঘর ভাড়া নিয়ে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের দোকানঘর ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। এমনকি নতুন মার্কেট নির্মিত হলে সেখানে দোকান বরাদ্দের ব্যাপারে পুরোনোদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। তাঁরপরও ওই সব ব্যবসায়ীরা মসজিদের দোকানঘর ছেড়ে দিতে রাজি হচ্ছেন না। বরং সবার অনুরোধ উপেক্ষা করে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ পদদলিত করে নামমাত্র টাকায় দোকানঘর জোরপূর্বক দখলে রেখেছেন তাঁরা। এমন পরিস্থিতিতে মুসল্লিসহ হাটবোয়ালিয়া এলাকাবাসী জোরপূর্বক দখল করে রাখা ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতেই এ মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হাটবোয়ালিয়ায় মসজিদের দোকানঘর দখল, মানববন্ধন

আপলোড টাইম : ১০:১৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া জামে মসজিদের জমিতে অবস্থিত দোকানঘর জোর করে দখলে রাখার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুসল্লিসহ এলাকাবাসী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মসজিদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, পার্শ্ববর্তী গাংনী উপজেলার চাঁদপুরের আজিজুল হকের ছেলে লাভলু, একই গ্রামের আওলাদ বিশ্বাসের ছেলে আল আমিন, ভাংবাড়িয়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে আব্দুল জলিল ও তাঁর ভাই রবিউল ইসলাম ১৯৮৪ সাল থেকে মাত্র দেড় শ টাকা মাসিক ভাড়ার বিনিময়ে মসজিদের পাঁচটি দোকানঘর এযাবৎকাল পর্যন্ত দখল করে রেখেছেন। অথচ মসজিদের এ দোকানঘরগুলোর পাশের দোকানগুলোর বর্তমান মাসিক ভাড়া তিন হাজার টাকা করে। সম্প্রতি পুরোনো দোকানঘর ভেঙে সেখানে আধুনিক মার্কেট নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে মসজিদের কমিটি ও এলাকাবাসী। এ সিদ্ধান্ত মোতাবেক মসজিদের দোকানঘর ভাড়া নিয়ে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের দোকানঘর ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। এমনকি নতুন মার্কেট নির্মিত হলে সেখানে দোকান বরাদ্দের ব্যাপারে পুরোনোদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। তাঁরপরও ওই সব ব্যবসায়ীরা মসজিদের দোকানঘর ছেড়ে দিতে রাজি হচ্ছেন না। বরং সবার অনুরোধ উপেক্ষা করে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ পদদলিত করে নামমাত্র টাকায় দোকানঘর জোরপূর্বক দখলে রেখেছেন তাঁরা। এমন পরিস্থিতিতে মুসল্লিসহ হাটবোয়ালিয়া এলাকাবাসী জোরপূর্বক দখল করে রাখা ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতেই এ মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।