ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হাজিরা খাতা বন্ধ; আঙুলের ছাপে অভিভাবক জানবে সন্তান স্কুলে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
  • / ৫৩০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ভি.জে ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলাকে আধুনিক জেলায় রূপান্তরের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার চুয়াডাঙ্গার দু’টি সরকারি বিদ্যালয় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা অপারেটিং সিস্টেমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রথম পর্যায়ে একটি করে বায়োমেট্রিক যন্ত্র স্থাপন করে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাজিরা গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে স্কুলের সকল শিক্ষার্থীরা এ কার্যক্রমের আওতায় আসবে। আঙুলের ছাপ দিলেই শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার তথ্য তাৎক্ষণিক চলে যাবে তার অভিভাবকের মুঠোফোনে। এ দু’টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি এতদিন হাজিরা খাতায় লেখা হতো। এতে করে সময় ও অতিরিক্ত পরিশ্রম করা লাগতো শিক্ষকদের। এখন থেকে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপে উপস্থিতি গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার তথ্য তাৎক্ষণিক চলে যাবে তার অভিভাবকের মুঠোফোনে। বিদ্যালয় দু’টিতে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পৃথক ভাবে এই ডিজিটাল হাজিরা পদ্ধতি উদ্বোধন করা হয়। বিদ্যালয় দু’টির সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ আঙুলের ছাপ দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার মুহূর্তে অভিভাবকদের কাছে খুদে বার্তা চলে যাবে। এরফলে অভিভাবকদের দুশ্চিন্তা কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনিক ও সারা বছরের গড় উপস্থিতিও জানা যাবে। এ সময় উপস্থিত ছিলেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। যন্ত্র সরবরাহসহ কারিগরি সহায়তা দিচ্ছে নেটিজেন আইটি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আনাচ কম্পিউটার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হাজিরা খাতা বন্ধ; আঙুলের ছাপে অভিভাবক জানবে সন্তান স্কুলে

আপলোড টাইম : ০৯:৩৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮

চুয়াডাঙ্গা ভি.জে ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলাকে আধুনিক জেলায় রূপান্তরের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার চুয়াডাঙ্গার দু’টি সরকারি বিদ্যালয় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা অপারেটিং সিস্টেমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রথম পর্যায়ে একটি করে বায়োমেট্রিক যন্ত্র স্থাপন করে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাজিরা গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে স্কুলের সকল শিক্ষার্থীরা এ কার্যক্রমের আওতায় আসবে। আঙুলের ছাপ দিলেই শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার তথ্য তাৎক্ষণিক চলে যাবে তার অভিভাবকের মুঠোফোনে। এ দু’টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি এতদিন হাজিরা খাতায় লেখা হতো। এতে করে সময় ও অতিরিক্ত পরিশ্রম করা লাগতো শিক্ষকদের। এখন থেকে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপে উপস্থিতি গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার তথ্য তাৎক্ষণিক চলে যাবে তার অভিভাবকের মুঠোফোনে। বিদ্যালয় দু’টিতে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পৃথক ভাবে এই ডিজিটাল হাজিরা পদ্ধতি উদ্বোধন করা হয়। বিদ্যালয় দু’টির সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ আঙুলের ছাপ দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার মুহূর্তে অভিভাবকদের কাছে খুদে বার্তা চলে যাবে। এরফলে অভিভাবকদের দুশ্চিন্তা কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনিক ও সারা বছরের গড় উপস্থিতিও জানা যাবে। এ সময় উপস্থিত ছিলেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। যন্ত্র সরবরাহসহ কারিগরি সহায়তা দিচ্ছে নেটিজেন আইটি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আনাচ কম্পিউটার।