ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • / ৩৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
হরিণাকুণ্ডুুতে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির পিতা গত সোমবার বিকেলে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা করেছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই রঘুনাথপুর ইউনিয়নের কাচারীতোলা গ্রামে বাড়ির পাশে খেলছিল ওই শিশুটি। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে একই গ্রামের জব্বার আলীর ছেলে মনছের আলী (৫৭) শিশুটিকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন মাঠে নিয়ে যায়। একটি পানবরজের পাশে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি করতে থাকে। শিশুর কান্না শুনে পানবরজে কাজ করা কাচারীতোলা গ্রামের ইমদাদুল হকের ছেলে লিকু বেরিয়ে আসে। লিকুকে দেখে হাত পা জড়িয়ে ধরেন অভিযুক্ত মনছের আলী। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। শিশুটির পিতা দিনমজুর হওয়ায় সমাজপতিরাও এড়িয়ে যান এবং থানায় মামলা করতে নিষেধ করেন। গত সোমবার শিশুটির পিতা বাড়ি থেকে পালিয়ে হরিণাকুণ্ডুু থানায় মামলা করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে হরিণাকুণ্ডুর চরপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আমরুল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামি মনছের আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হরিণাকুণ্ডুতে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

আপলোড টাইম : ১০:৪৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

ঝিনাইদহ অফিস:
হরিণাকুণ্ডুুতে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির পিতা গত সোমবার বিকেলে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা করেছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই রঘুনাথপুর ইউনিয়নের কাচারীতোলা গ্রামে বাড়ির পাশে খেলছিল ওই শিশুটি। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে একই গ্রামের জব্বার আলীর ছেলে মনছের আলী (৫৭) শিশুটিকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন মাঠে নিয়ে যায়। একটি পানবরজের পাশে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি করতে থাকে। শিশুর কান্না শুনে পানবরজে কাজ করা কাচারীতোলা গ্রামের ইমদাদুল হকের ছেলে লিকু বেরিয়ে আসে। লিকুকে দেখে হাত পা জড়িয়ে ধরেন অভিযুক্ত মনছের আলী। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। শিশুটির পিতা দিনমজুর হওয়ায় সমাজপতিরাও এড়িয়ে যান এবং থানায় মামলা করতে নিষেধ করেন। গত সোমবার শিশুটির পিতা বাড়ি থেকে পালিয়ে হরিণাকুণ্ডুু থানায় মামলা করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে হরিণাকুণ্ডুর চরপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আমরুল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামি মনছের আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।