ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হযরত আলীর শাহাদাৎ দিবসে মিছিল বের করতে চায় পাকিস্তানের শিয়ারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
  • / ১৭৪ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন:
হযরত আলীর শাহাদাৎ দিবসে মিছিল বের করতে চায় পাকিস্তানের শিয়া সম্প্রদায়। এ নিয়ে দেশটির শিয়া সম্প্রদায়ের প্রধান নেতারা সরকারের কাছে আর্জি জানিয়েছে। শিয়া মতাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ন ব্যক্তি হযরত আলী। তাই তার শাহাদাৎ দিবসে মিছিল বের করতে সরকারি কোনো বাধানিষেধ তারা চায় না বলে জানিয়েছে নেতারা। এ খবর দিয়েছে করাচি ভিত্তিক গণমাধ্যম ডন। খবরে বলা হয়, মিছিল বের করার দাবি নিয়ে পাকিস্তানের ধর্মমন্ত্রী পীর নুরুল হক কাদরির সঙ্গে বৈঠক করেন শিয়া নেতারা। শুক্রবারের ওই বৈঠকে দেশটির শিয়া সম্প্রদায়ের সবগুলো দলের নেতারা উপস্থিত ছিলেন। তবে সিন্ধু ও পাঞ্জাব প্রদেশের শিয়া নেতারা সরাসরি যোগ দিতে পারেননি। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন। আলোচনা শেষে ধর্মমন্ত্রী বলেন, বর্তমানে কোভিড নাইন্টিন সংকটের কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মানুষের নিরাপত্তাই সরকারের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ন। তবে তিনি প্রদেশগুলোর সরকারের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে সময় চান শিয়া নেতাদের কাছ থেকে। হযরত আলী ঐতিহাসিকভাবে শিয়াদের কাছে সবথেকে গুরুত্বপূর্ন ব্যক্তিত্বের একজন। তার শাহাদাৎ দিবস বিশেষ আয়োজনে পালন করে শিয়া মতাবলম্বীরা। এ জন্য আগামি ১৩ মে থেকে ১৫ মে পাকিস্তানজুড়ে তারা মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়েছেন। তবে কোভিড নাইন্টিন মহামারির কারণে এখন নানা ধরণের কড়াকড়ি চলছে বিশ্বের দেশগুলোতেও। পাকিস্তানেও নিষিদ্ধ রয়েছে জমায়েত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হযরত আলীর শাহাদাৎ দিবসে মিছিল বের করতে চায় পাকিস্তানের শিয়ারা

আপলোড টাইম : ০৯:৪৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২০

বিশ্ব প্রতিবেদন:
হযরত আলীর শাহাদাৎ দিবসে মিছিল বের করতে চায় পাকিস্তানের শিয়া সম্প্রদায়। এ নিয়ে দেশটির শিয়া সম্প্রদায়ের প্রধান নেতারা সরকারের কাছে আর্জি জানিয়েছে। শিয়া মতাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ন ব্যক্তি হযরত আলী। তাই তার শাহাদাৎ দিবসে মিছিল বের করতে সরকারি কোনো বাধানিষেধ তারা চায় না বলে জানিয়েছে নেতারা। এ খবর দিয়েছে করাচি ভিত্তিক গণমাধ্যম ডন। খবরে বলা হয়, মিছিল বের করার দাবি নিয়ে পাকিস্তানের ধর্মমন্ত্রী পীর নুরুল হক কাদরির সঙ্গে বৈঠক করেন শিয়া নেতারা। শুক্রবারের ওই বৈঠকে দেশটির শিয়া সম্প্রদায়ের সবগুলো দলের নেতারা উপস্থিত ছিলেন। তবে সিন্ধু ও পাঞ্জাব প্রদেশের শিয়া নেতারা সরাসরি যোগ দিতে পারেননি। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন। আলোচনা শেষে ধর্মমন্ত্রী বলেন, বর্তমানে কোভিড নাইন্টিন সংকটের কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মানুষের নিরাপত্তাই সরকারের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ন। তবে তিনি প্রদেশগুলোর সরকারের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে সময় চান শিয়া নেতাদের কাছ থেকে। হযরত আলী ঐতিহাসিকভাবে শিয়াদের কাছে সবথেকে গুরুত্বপূর্ন ব্যক্তিত্বের একজন। তার শাহাদাৎ দিবস বিশেষ আয়োজনে পালন করে শিয়া মতাবলম্বীরা। এ জন্য আগামি ১৩ মে থেকে ১৫ মে পাকিস্তানজুড়ে তারা মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়েছেন। তবে কোভিড নাইন্টিন মহামারির কারণে এখন নানা ধরণের কড়াকড়ি চলছে বিশ্বের দেশগুলোতেও। পাকিস্তানেও নিষিদ্ধ রয়েছে জমায়েত।