ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হঠাৎ নির্বাচনী হাওয়ায় মূখর কেরুজ চিনিকল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৬৯ বার পড়া হয়েছে

হঠাৎ নির্বাচনী হাওয়ায় মূখর কেরুজ চিনিকল
আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল:
দর্শনা কেরুজ চিনিকল এলাকায় হঠাৎ নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ শ্রমিক ও কর্মচারীদের মধ্যে খুশির ঝলক বেশ লক্ষ্যনীয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালক শ্রম অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের দপ্তর থেকে পত্র মারফত নির্বাচন করার নির্দেশনা আসার পর কেরু চিনিকল এলাকায় নতুন করে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এতে দর্শনার বাইরে থেকে আসা দূর দূরান্তের শ্রমিকরা তাদের মত প্রকাশের অধিকার পাবে বলে সাধারণ শ্রমিকরা মনে করছেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালক শ্রম অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তরের স্মারক নং ৪০,০২,০০০০,০৩৪,৪৭.০১১,৭৮,৭৫৪ গত ২০/১২/২০১৮ এর মাধ্যমে আখ মাড়াই ও চিনি উৎপাদন অব্যাহত রাখার লক্ষে চিনিকলসমুহ ২০১৮-১৯ অর্থ বছরের আখ মাড়াই মৌসুম পর্যন্ত চিনিকলসমুহের রেজিষ্ট্রার্ড ট্রেড ইউনিয়নগুলোর কার্যকরী কমিটির নির্বাচন সাময়িকভাবে বন্ধ রাখা যেতে পারে। এ পরিপ্রেক্ষিতে সংস্থার মিল/প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী শ্রমিকদের সকল প্রকার সভা সমাবেশ আয়োজন বিরতসহ মাড়াই মৌসুমের উৎপাদনের স্বার্থে স্ব-স্ব দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রানালয় এর এ পত্র গত ২৩/১২/২০১৮ কেরু চিনিকল ব্যবস্থাপনা পরিচলক বরাবর প্রেরণ করা হয়।
আজ থেকে আবার শ্রমিকও কর্মচারীদের মধ্যে আশার আলো জাগিয়েছে গতকালে নির্বাচনী অনুমোদন পেয়ে। এখন থেকে নির্বাচনী বাঁধা আর রইলো না। তবে কেউ কেউ বলছেন এখন মিল বন্ধ করা নিয়ে সকলের মধ্যে তোড়জোড় চলছে। এছাড়া কিছু কিছু মিল বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে নির্বাচন হবে কিনা সঠিকভাবে বলা যাচ্ছে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হঠাৎ নির্বাচনী হাওয়ায় মূখর কেরুজ চিনিকল

আপলোড টাইম : ০৩:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯

হঠাৎ নির্বাচনী হাওয়ায় মূখর কেরুজ চিনিকল
আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল:
দর্শনা কেরুজ চিনিকল এলাকায় হঠাৎ নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ শ্রমিক ও কর্মচারীদের মধ্যে খুশির ঝলক বেশ লক্ষ্যনীয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালক শ্রম অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের দপ্তর থেকে পত্র মারফত নির্বাচন করার নির্দেশনা আসার পর কেরু চিনিকল এলাকায় নতুন করে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এতে দর্শনার বাইরে থেকে আসা দূর দূরান্তের শ্রমিকরা তাদের মত প্রকাশের অধিকার পাবে বলে সাধারণ শ্রমিকরা মনে করছেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালক শ্রম অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তরের স্মারক নং ৪০,০২,০০০০,০৩৪,৪৭.০১১,৭৮,৭৫৪ গত ২০/১২/২০১৮ এর মাধ্যমে আখ মাড়াই ও চিনি উৎপাদন অব্যাহত রাখার লক্ষে চিনিকলসমুহ ২০১৮-১৯ অর্থ বছরের আখ মাড়াই মৌসুম পর্যন্ত চিনিকলসমুহের রেজিষ্ট্রার্ড ট্রেড ইউনিয়নগুলোর কার্যকরী কমিটির নির্বাচন সাময়িকভাবে বন্ধ রাখা যেতে পারে। এ পরিপ্রেক্ষিতে সংস্থার মিল/প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী শ্রমিকদের সকল প্রকার সভা সমাবেশ আয়োজন বিরতসহ মাড়াই মৌসুমের উৎপাদনের স্বার্থে স্ব-স্ব দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রানালয় এর এ পত্র গত ২৩/১২/২০১৮ কেরু চিনিকল ব্যবস্থাপনা পরিচলক বরাবর প্রেরণ করা হয়।
আজ থেকে আবার শ্রমিকও কর্মচারীদের মধ্যে আশার আলো জাগিয়েছে গতকালে নির্বাচনী অনুমোদন পেয়ে। এখন থেকে নির্বাচনী বাঁধা আর রইলো না। তবে কেউ কেউ বলছেন এখন মিল বন্ধ করা নিয়ে সকলের মধ্যে তোড়জোড় চলছে। এছাড়া কিছু কিছু মিল বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে নির্বাচন হবে কিনা সঠিকভাবে বলা যাচ্ছে না।