ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সৎকার করলেন কালীগঞ্জের ইমাম পরিষদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • / ১৩৮ বার পড়া হয়েছে

করোনায় হিন্দু ধর্মের অনুসারীর মৃত্যু, সারা দিনে এগিয়ে আসেনি কেউ
রিয়াজ মোল্লা, কালীগঞ্জ:
সনাতন ধর্মের মৃত ব্যক্তিকে সৎকার করে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন ঝিনাইদহের কালীগঞ্জে ইমাম পরিষদের সদস্যরা। গত রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়া এলাকার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বিমল মল্লিক (৬৫)। মৃত্যুর পর সকাল থেকে বিকেল গড়ালেও তাঁর সৎকারে এলাকার কেউ এগিয়ে আসেনি। তাঁর আত্মীয়-স্বজন প্রতিবেশী এমনকি হিন্দু সম্প্রদায়ের স্থানীয় সংগঠনের কেউ এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে মৃত ব্যক্তির বাড়িতে ছুটে আসেন কালীগঞ্জ ইমাম পরিষদের সদস্যরা। তাঁরা করোনা আক্রান্তে মৃত সনাতন ধর্মের অনুসারী ওই ব্যক্তির সৎকার সন্ধ্যা সাড়ে সাতটায় সম্পন্ন করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুলতান আহমেদ জানান, কালীগঞ্জ শহরের মল্লিক জুয়েলার্সের স্বত্বাধিকারী বিমল মল্লিক (৭০) করোনায় আক্রান্ত হয়ে গত রোববার দুপুরে মৃত্যুবরণ করেন। গত বৃহস্পতিবার তিনি নমুনা দিয়েছিলেন। শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এরপর রোববার সকালের শারীরিক অবস্থার অবনতি হয় এবং নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।
কালীগঞ্জ ইমাম পরিষদের দাফন কমিটির প্রধান উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সৌরভ বলেন, রোববার সকালে সনাতন ধর্মের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির সৎকারে রোববার বিকেল পর্যন্ত এলাকার কেউ এগিয়ে না এলে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুক্তার হোসেন উপজেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দকে জানান। পরে মৃতের দুই সন্তানকে সঙ্গে নিয়ে মরদেহ শহরের নিশ্চিন্তপুর চিত্রা নদীর পাড়ের শ্মশানে মাটি চাপা দেওয়া হয়। তিনি আরও বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। মানবতার দিক বিবেচনায় আমরা মরদেহ সৎকারে সহযোগিতা করেছি। এরকম সমস্যা যেখানেই হোক, আমরা সহযোগিতা করতে প্রস্তুত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সৎকার করলেন কালীগঞ্জের ইমাম পরিষদ

আপলোড টাইম : ১০:২৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

করোনায় হিন্দু ধর্মের অনুসারীর মৃত্যু, সারা দিনে এগিয়ে আসেনি কেউ
রিয়াজ মোল্লা, কালীগঞ্জ:
সনাতন ধর্মের মৃত ব্যক্তিকে সৎকার করে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন ঝিনাইদহের কালীগঞ্জে ইমাম পরিষদের সদস্যরা। গত রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়া এলাকার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বিমল মল্লিক (৬৫)। মৃত্যুর পর সকাল থেকে বিকেল গড়ালেও তাঁর সৎকারে এলাকার কেউ এগিয়ে আসেনি। তাঁর আত্মীয়-স্বজন প্রতিবেশী এমনকি হিন্দু সম্প্রদায়ের স্থানীয় সংগঠনের কেউ এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে মৃত ব্যক্তির বাড়িতে ছুটে আসেন কালীগঞ্জ ইমাম পরিষদের সদস্যরা। তাঁরা করোনা আক্রান্তে মৃত সনাতন ধর্মের অনুসারী ওই ব্যক্তির সৎকার সন্ধ্যা সাড়ে সাতটায় সম্পন্ন করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুলতান আহমেদ জানান, কালীগঞ্জ শহরের মল্লিক জুয়েলার্সের স্বত্বাধিকারী বিমল মল্লিক (৭০) করোনায় আক্রান্ত হয়ে গত রোববার দুপুরে মৃত্যুবরণ করেন। গত বৃহস্পতিবার তিনি নমুনা দিয়েছিলেন। শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এরপর রোববার সকালের শারীরিক অবস্থার অবনতি হয় এবং নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।
কালীগঞ্জ ইমাম পরিষদের দাফন কমিটির প্রধান উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সৌরভ বলেন, রোববার সকালে সনাতন ধর্মের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির সৎকারে রোববার বিকেল পর্যন্ত এলাকার কেউ এগিয়ে না এলে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুক্তার হোসেন উপজেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দকে জানান। পরে মৃতের দুই সন্তানকে সঙ্গে নিয়ে মরদেহ শহরের নিশ্চিন্তপুর চিত্রা নদীর পাড়ের শ্মশানে মাটি চাপা দেওয়া হয়। তিনি আরও বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। মানবতার দিক বিবেচনায় আমরা মরদেহ সৎকারে সহযোগিতা করেছি। এরকম সমস্যা যেখানেই হোক, আমরা সহযোগিতা করতে প্রস্তুত।