ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি না মেনে পরিবহন চালালে কঠোর ব্যবস্থা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • / ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় গণপরিবহন চলাচলের ক্ষেত্রে করণীয় নির্ধারণ সভায় ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে, তবে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রত্যেকের গাড়িতে থাকবে হ্যান্ড স্যানিটাইজার, প্রতিটা গাড়ির ড্রাইভার ও স্টাফদের মাস্ক ব্যবহার করতে হবে, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এমনই নির্দেশনা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে করণীয় নির্ধারণের লক্ষ্যে পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দদের সাথে আলোচনা সভায় এসব নির্দেশনা দিয়েছেন তিনি।
সভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে ঢাকাগামী এবং আন্তঃজেলা বাস, মোট সংখ্যার অর্ধেক চলাচল করবে। এছাড়া প্রতি ১০ মিনিট অন্তর অন্তর বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা ও জেলার মধ্যে বাস ছেড়ে যাবে। স্বাস্থ্যবিধি মেনে প্রতি আসনে যাত্রী বহন করতে হবে এবং ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে। কোনো অবস্থায় বেশি ভাড়া নেওয়া যাবে না এবং প্রতিটা বাসে ভাড়ার মূল্যতালিকা সংরক্ষণ করতে হবে। কোনো পরিবহনের মালিক বা শ্রমিকরা এ নিয়ম না মানলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রত্না, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি এ কে এম মঈনুদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক আবুল কালামসহ গণমাধ্যমকর্মীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

স্বাস্থ্যবিধি না মেনে পরিবহন চালালে কঠোর ব্যবস্থা

আপলোড টাইম : ০৯:১৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

চুয়াডাঙ্গায় গণপরিবহন চলাচলের ক্ষেত্রে করণীয় নির্ধারণ সভায় ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে, তবে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রত্যেকের গাড়িতে থাকবে হ্যান্ড স্যানিটাইজার, প্রতিটা গাড়ির ড্রাইভার ও স্টাফদের মাস্ক ব্যবহার করতে হবে, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এমনই নির্দেশনা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে করণীয় নির্ধারণের লক্ষ্যে পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দদের সাথে আলোচনা সভায় এসব নির্দেশনা দিয়েছেন তিনি।
সভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে ঢাকাগামী এবং আন্তঃজেলা বাস, মোট সংখ্যার অর্ধেক চলাচল করবে। এছাড়া প্রতি ১০ মিনিট অন্তর অন্তর বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা ও জেলার মধ্যে বাস ছেড়ে যাবে। স্বাস্থ্যবিধি মেনে প্রতি আসনে যাত্রী বহন করতে হবে এবং ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে। কোনো অবস্থায় বেশি ভাড়া নেওয়া যাবে না এবং প্রতিটা বাসে ভাড়ার মূল্যতালিকা সংরক্ষণ করতে হবে। কোনো পরিবহনের মালিক বা শ্রমিকরা এ নিয়ম না মানলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রত্না, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি এ কে এম মঈনুদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক আবুল কালামসহ গণমাধ্যমকর্মীরা।