ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি না মানায় জেলাজুড়ে ৩৬ জনকে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • / ৩৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের কঠোর তৎপরতা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় কঠোর লকডাউন বাস্তবায়নে অব্যাহত আছে প্রশাসনের কঠোর তৎপরতা। তৃতীয় দিনের লকডাউনেও প্রশাসনকে কঠোরভাবে মাঠে দেখা গেছে। সকাল থেকে দীর্ঘ রাত পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। গতকাল রোববার স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মানার অপরাধে জেলাজুড়ে ১০টি মোবাইল কোর্টে ৩৬টি মামলায় ৩৬ জনকে ১৫ হাজার ১ শ টাকা জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গা শহরে এ দিনও লকডাউন কঠোরভাবেই বাস্তবায়ন করানো হয়েছে। তবে কিছু অসচেতন মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা লক্ষ্য করা গেছে।
গতকাল রোববার সকাল থেকেই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সকালের দিকে বড় বাজারে কঠোর অবস্থানে দেখা যায়, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তবে কাঁচাবাজারে প্রতিদিনের মতোই স্বাস্থ্যবিধি না মানার মানুষের সংখ্যা বেশি দেখা গেছে। গাদাগাদি করে কেনাবেচা করতে দেখা গেছে। মুখে মাস্ক ছিল না বেশিরভাগ ক্রেতার।
এদিকে, দিনব্যাপী শহরজুড়ে শুনসান পরিবেশই দেখা গেছে। মানুষের চলাচল খুব বেশি পরিলক্ষিত হয়নি। কিছু কিছু মানুষ জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দিয়ে চলাচল করেছেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, কঠোরভাবে লকডাউন প্রতিপালন করানো হচ্ছে। এখন একটুও ছাড় দেওয়া সম্ভব নয়। প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে আছে। আমরা আশা রাখছি, ধীরে ধীরে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কমে আসবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

স্বাস্থ্যবিধি না মানায় জেলাজুড়ে ৩৬ জনকে জরিমানা

আপলোড টাইম : ০৮:২২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১

চুয়াডাঙ্গায় কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের কঠোর তৎপরতা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় কঠোর লকডাউন বাস্তবায়নে অব্যাহত আছে প্রশাসনের কঠোর তৎপরতা। তৃতীয় দিনের লকডাউনেও প্রশাসনকে কঠোরভাবে মাঠে দেখা গেছে। সকাল থেকে দীর্ঘ রাত পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। গতকাল রোববার স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মানার অপরাধে জেলাজুড়ে ১০টি মোবাইল কোর্টে ৩৬টি মামলায় ৩৬ জনকে ১৫ হাজার ১ শ টাকা জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গা শহরে এ দিনও লকডাউন কঠোরভাবেই বাস্তবায়ন করানো হয়েছে। তবে কিছু অসচেতন মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা লক্ষ্য করা গেছে।
গতকাল রোববার সকাল থেকেই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সকালের দিকে বড় বাজারে কঠোর অবস্থানে দেখা যায়, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তবে কাঁচাবাজারে প্রতিদিনের মতোই স্বাস্থ্যবিধি না মানার মানুষের সংখ্যা বেশি দেখা গেছে। গাদাগাদি করে কেনাবেচা করতে দেখা গেছে। মুখে মাস্ক ছিল না বেশিরভাগ ক্রেতার।
এদিকে, দিনব্যাপী শহরজুড়ে শুনসান পরিবেশই দেখা গেছে। মানুষের চলাচল খুব বেশি পরিলক্ষিত হয়নি। কিছু কিছু মানুষ জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দিয়ে চলাচল করেছেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, কঠোরভাবে লকডাউন প্রতিপালন করানো হচ্ছে। এখন একটুও ছাড় দেওয়া সম্ভব নয়। প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে আছে। আমরা আশা রাখছি, ধীরে ধীরে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কমে আসবে।