ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন স্থানে ৩৭ জনকে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • / ১৫৪ বার পড়া হয়েছে

আসছে করোনার দ্বিতীয় ঢেউ : চুয়াডাঙ্গায় সংক্রমণ রোধে তৎপর জেলা প্রশাসন
সমীকরণ প্রতিবেদন:
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ৮টি ভ্রাম্যমাণ আদালতে ৩৭ জনের কাছ থেকে ২৩ হাজার ৬শ ৪০ টাকা জরিমানা আদায় ও একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার মনিটরিং এবং সামাজিক ও শারীরিক দূরুত্ব বজায় রাখা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম যেমন ‘নো মাস্ক, নো শপিং’ বা ‘নো মাস্ক, নো সার্ভিস’ স্টিকার লাগানো হয়।
সরোজগঞ্জ
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাস্ক পরিধান না করা এবং সড়কের পাশে মালামাল রাখার অপরাধে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় তিনি মাস্ক পরিধান না করা এবং সড়কের পাশে মালামাল রাখার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১) এবং দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় তিনটি মামলায় তিনজন ব্যক্তিকে সর্বমোট ১১ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি মাস্ক নাই, শপিং নাই এবং নিজে মাস্ক পরিধান করুন, অন্যকে উৎসাহিত করুন এই স্লোগানে সম্বলিত স্টিকার বিতরণ করেন ও সবাইকে মাস্ক পরিধান করার জন্য নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ ইসমাইল হোসেন। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী, মোবাইল কোর্ট ও প্রসেস সার্ভার সিরাজুল ইসলামসহ সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ।
আলমডাঙ্গা
মাস্ক ব্যবহার নিশ্চিত করণের লক্ষে আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে পৌর এলাকাসহ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসচেনতা গড়ে তুলতে মাইকিং করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের আলিফ উদ্দিন মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেশ কয়েজনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী। জনসচেতনার লক্ষে আলমডাঙ্গাসহ উপজেলার গুরুত্বপুর্ণ বাজার এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দামুড়হুদা
দামুড়হুদায় মাক্স ব্যবহার না করে বাজারের মধ্যে ঘোরাঘুড়ির অপরাধে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার দৈউলী মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ না মানার অপরাধে দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় দোষী সাবস্ত করে ছয়জন ব্যক্তির কাছ থেকে ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগীতায় করেন উপজেলা সহকারি সার্টিফিকেট জিহন আলি ও দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম।
জীবননগর
জীবননগরে স্বাস্থ্যবিধি না মেনে বাজারে চলাচল করার অপরাধে পথচারীদেরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় জীবননগর শহরের টাইগার চত্বরে সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি না মেনে বাজারে আসা এবং মাস্ক পরিধান না করার অপরাধে ১৮জন পথচারিকে ২হাজার ৪০টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল জন্য আদেশ প্রদান করেন।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বলেন, শীতের প্রকোট বাড়ার সাথে সাথে মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাব বাড়তে পারে। এ জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ ভ্রাম্যামান আদালতে জরিমানা চলমান থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগীতায় ছিলো জীবননগর থানা পুলিশের একটি চৌকশ টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন স্থানে ৩৭ জনকে জরিমানা

আপলোড টাইম : ০৯:৪০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০

আসছে করোনার দ্বিতীয় ঢেউ : চুয়াডাঙ্গায় সংক্রমণ রোধে তৎপর জেলা প্রশাসন
সমীকরণ প্রতিবেদন:
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ৮টি ভ্রাম্যমাণ আদালতে ৩৭ জনের কাছ থেকে ২৩ হাজার ৬শ ৪০ টাকা জরিমানা আদায় ও একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার মনিটরিং এবং সামাজিক ও শারীরিক দূরুত্ব বজায় রাখা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম যেমন ‘নো মাস্ক, নো শপিং’ বা ‘নো মাস্ক, নো সার্ভিস’ স্টিকার লাগানো হয়।
সরোজগঞ্জ
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাস্ক পরিধান না করা এবং সড়কের পাশে মালামাল রাখার অপরাধে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় তিনি মাস্ক পরিধান না করা এবং সড়কের পাশে মালামাল রাখার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১) এবং দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় তিনটি মামলায় তিনজন ব্যক্তিকে সর্বমোট ১১ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি মাস্ক নাই, শপিং নাই এবং নিজে মাস্ক পরিধান করুন, অন্যকে উৎসাহিত করুন এই স্লোগানে সম্বলিত স্টিকার বিতরণ করেন ও সবাইকে মাস্ক পরিধান করার জন্য নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ ইসমাইল হোসেন। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী, মোবাইল কোর্ট ও প্রসেস সার্ভার সিরাজুল ইসলামসহ সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ।
আলমডাঙ্গা
মাস্ক ব্যবহার নিশ্চিত করণের লক্ষে আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে পৌর এলাকাসহ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসচেনতা গড়ে তুলতে মাইকিং করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের আলিফ উদ্দিন মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেশ কয়েজনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী। জনসচেতনার লক্ষে আলমডাঙ্গাসহ উপজেলার গুরুত্বপুর্ণ বাজার এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দামুড়হুদা
দামুড়হুদায় মাক্স ব্যবহার না করে বাজারের মধ্যে ঘোরাঘুড়ির অপরাধে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার দৈউলী মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ না মানার অপরাধে দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় দোষী সাবস্ত করে ছয়জন ব্যক্তির কাছ থেকে ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগীতায় করেন উপজেলা সহকারি সার্টিফিকেট জিহন আলি ও দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম।
জীবননগর
জীবননগরে স্বাস্থ্যবিধি না মেনে বাজারে চলাচল করার অপরাধে পথচারীদেরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় জীবননগর শহরের টাইগার চত্বরে সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি না মেনে বাজারে আসা এবং মাস্ক পরিধান না করার অপরাধে ১৮জন পথচারিকে ২হাজার ৪০টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল জন্য আদেশ প্রদান করেন।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বলেন, শীতের প্রকোট বাড়ার সাথে সাথে মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাব বাড়তে পারে। এ জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ ভ্রাম্যামান আদালতে জরিমানা চলমান থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগীতায় ছিলো জীবননগর থানা পুলিশের একটি চৌকশ টিম।