ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা, যুবক কারাগারে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
  • / ২৫৯ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা মামলার প্রধান আসামি খালিদ হোসেনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে তাঁকে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, সদর উপজেলার কুতুবপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাসমিম সুলতানাকে গত সোমবার মধ্যরাতে একই গ্রামের ফারুক হোসেনের ছেলে খালিদ হোসেনসহ চার-পাঁচজন যুবক অপহরণের চেষ্টা করেন। প্রকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালানো হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা পালিয়ে যান। এ বিষয়ে তাসমিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধিত ২০০৩-এর ৭/৩০ ধারায় একটি মামলা করেন। যার মামলা নং-১। পরে পুলিশ কুতুবপুর থেকে আসামি খালিদ হোসেনকে আটক করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা, যুবক কারাগারে

আপলোড টাইম : ১০:৩৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯

মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা মামলার প্রধান আসামি খালিদ হোসেনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে তাঁকে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, সদর উপজেলার কুতুবপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাসমিম সুলতানাকে গত সোমবার মধ্যরাতে একই গ্রামের ফারুক হোসেনের ছেলে খালিদ হোসেনসহ চার-পাঁচজন যুবক অপহরণের চেষ্টা করেন। প্রকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালানো হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা পালিয়ে যান। এ বিষয়ে তাসমিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধিত ২০০৩-এর ৭/৩০ ধারায় একটি মামলা করেন। যার মামলা নং-১। পরে পুলিশ কুতুবপুর থেকে আসামি খালিদ হোসেনকে আটক করে।