ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সৈকতে ভেসে উঠল অদ্ভুত এক প্রাণী!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • / ১০৫০ বার পড়া হয়েছে

বিস্ময় ডেস্ক: সম্প্রতি টেক্সাসের সৈকতে অদ্ভুত এক সামুদ্রিক জীবের নিথর দেহ দেখে পর্যটকরা চমকে উঠেছিল। সমুদ্রগর্ভের সেই প্রাণীর প্রতিরূপ আগে কেউ কখনও দেখেনি বলেই সমস্বরে দাবি উঠেছিল। এবার ফের দেখা মিলল নাম না-জানা অদ্ভুত আর এক সামুদ্রিক প্রাণীর। গত সোমবার টেক্সাস থেকে ৮২৮২ কিলোমিটার দূরে ফিলিপিন্সের এক দ্বীপে। কলেবরে এ-ও খাটো নয়।

ফিলিপিন্সের ফিশারিজ ও অ্যাকোয়াটিক রিসোর্সের ব্যুরো জুলিয়াস আলপিনো জানিয়েছেন, ফিলিপিন্সের মাশিন শহরের লেয়তে দ্বীপে প্রায় ৩২ ফুট দীর্ঘ মৃত এই সামুদ্রিক প্রাণীটি ভেসে এসেছিল। শরীরে বিশ্রী পচন ধরায়, অদ্ভুত এই প্রাণীটিকে তাঁরা শনাক্ত করে উঠতে পারেননি।
আর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সৈকত দিয়ে হেঁটে যাওয়ার সময় বিশালাকার মৃত প্রাণীটি তাঁর চোখে পড়ে। তিনি বেশ কয়েকটি ছবিও তুলেছেন। কিন্তু, প্রাণীটিকে চীনে উঠতে পারেননি। তাঁর কথায়, ‘যুদ্ধবিমানের মতো দৈর্ঘ্যরে মারা প্রাণীটিকে দেখে বিস্মিত হয়েছি। কিন্তু, দুর্গন্ধের কারণে কাছে ঘেঁষতে পারিনি। তবে, আগে যে দেখিনি, সেটা জোর দিয়ে বলতে পারি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সৈকতে ভেসে উঠল অদ্ভুত এক প্রাণী!

আপলোড টাইম : ১১:৫৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭

বিস্ময় ডেস্ক: সম্প্রতি টেক্সাসের সৈকতে অদ্ভুত এক সামুদ্রিক জীবের নিথর দেহ দেখে পর্যটকরা চমকে উঠেছিল। সমুদ্রগর্ভের সেই প্রাণীর প্রতিরূপ আগে কেউ কখনও দেখেনি বলেই সমস্বরে দাবি উঠেছিল। এবার ফের দেখা মিলল নাম না-জানা অদ্ভুত আর এক সামুদ্রিক প্রাণীর। গত সোমবার টেক্সাস থেকে ৮২৮২ কিলোমিটার দূরে ফিলিপিন্সের এক দ্বীপে। কলেবরে এ-ও খাটো নয়।

ফিলিপিন্সের ফিশারিজ ও অ্যাকোয়াটিক রিসোর্সের ব্যুরো জুলিয়াস আলপিনো জানিয়েছেন, ফিলিপিন্সের মাশিন শহরের লেয়তে দ্বীপে প্রায় ৩২ ফুট দীর্ঘ মৃত এই সামুদ্রিক প্রাণীটি ভেসে এসেছিল। শরীরে বিশ্রী পচন ধরায়, অদ্ভুত এই প্রাণীটিকে তাঁরা শনাক্ত করে উঠতে পারেননি।
আর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সৈকত দিয়ে হেঁটে যাওয়ার সময় বিশালাকার মৃত প্রাণীটি তাঁর চোখে পড়ে। তিনি বেশ কয়েকটি ছবিও তুলেছেন। কিন্তু, প্রাণীটিকে চীনে উঠতে পারেননি। তাঁর কথায়, ‘যুদ্ধবিমানের মতো দৈর্ঘ্যরে মারা প্রাণীটিকে দেখে বিস্মিত হয়েছি। কিন্তু, দুর্গন্ধের কারণে কাছে ঘেঁষতে পারিনি। তবে, আগে যে দেখিনি, সেটা জোর দিয়ে বলতে পারি।