ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সূর্যগ্রহণের সময় যে সালাত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
  • / ১৫৪ বার পড়া হয়েছে

ধর্ম প্রতিবেদন:
চন্দ্র, সূর্য ও মহান রবের ইশারায় পরিচালিত হয়। আল্লাহ পাক চন্দ্র এবং সূর্য কে দিয়ে মানব জাতির উপকারের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে, তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটাতো চিরাগত যাদু। (সূরা কামার ১,২ আয়াত)। আল্লাহ আরও বলেন, সূর্য ও চন্দ্র হিসাব মত চলে। সুরায়ে আর রাহমান, আয়াত ৫ আললাহ আরও বলেন, আযিফাতিল আযিফা লাইছা মিন দুনিল্লাহি কাশিফা, অর্থাৎ আগমনকারী বস্তু নিকটে এসে গেছে, আল্লাহ ব্যাতীত কেউ এর গতি রোধ করতে পারবে না, এখানে কিয়ামত আসন্ন বোঝানো হয়েছে, সমগ্র বিশ্ব এর বয়সের দিক দিয়ে কিয়ামত আসন্ন বোঝানো হয়েছে কারণ মোহাম্মদ (সা:) এর উম্মত দুনিয়ার সর্ব শেষ কিয়ামত নিকটবরতী উ্ম্মত। অতএব আমরা সবাই, ফাছজুদু লিল্লাহি ওয়াবুদু আল কোরআন এ সব আয়াতের দাবী যে তোমরা সবাই আল্লাহর সামনে বিনয় ও নম্রতা সহকারে নত হও এবং সেজদা কর আল্লাহ এর ইবাদত কর। সূর্য এবং চন্দ্র একে অপরকে ঘিরে ফেললে মানব জাতি আল কোরআন এর দীর্ঘ লম্বা সুরা দিয়ে ইসতিসকার নামাজ পড়তে থাকুন। আল্লাহ আমাদের সকলের সহায় হোন। আমীন

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সূর্যগ্রহণের সময় যে সালাত

আপলোড টাইম : ০৯:১৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০

ধর্ম প্রতিবেদন:
চন্দ্র, সূর্য ও মহান রবের ইশারায় পরিচালিত হয়। আল্লাহ পাক চন্দ্র এবং সূর্য কে দিয়ে মানব জাতির উপকারের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে, তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটাতো চিরাগত যাদু। (সূরা কামার ১,২ আয়াত)। আল্লাহ আরও বলেন, সূর্য ও চন্দ্র হিসাব মত চলে। সুরায়ে আর রাহমান, আয়াত ৫ আললাহ আরও বলেন, আযিফাতিল আযিফা লাইছা মিন দুনিল্লাহি কাশিফা, অর্থাৎ আগমনকারী বস্তু নিকটে এসে গেছে, আল্লাহ ব্যাতীত কেউ এর গতি রোধ করতে পারবে না, এখানে কিয়ামত আসন্ন বোঝানো হয়েছে, সমগ্র বিশ্ব এর বয়সের দিক দিয়ে কিয়ামত আসন্ন বোঝানো হয়েছে কারণ মোহাম্মদ (সা:) এর উম্মত দুনিয়ার সর্ব শেষ কিয়ামত নিকটবরতী উ্ম্মত। অতএব আমরা সবাই, ফাছজুদু লিল্লাহি ওয়াবুদু আল কোরআন এ সব আয়াতের দাবী যে তোমরা সবাই আল্লাহর সামনে বিনয় ও নম্রতা সহকারে নত হও এবং সেজদা কর আল্লাহ এর ইবাদত কর। সূর্য এবং চন্দ্র একে অপরকে ঘিরে ফেললে মানব জাতি আল কোরআন এর দীর্ঘ লম্বা সুরা দিয়ে ইসতিসকার নামাজ পড়তে থাকুন। আল্লাহ আমাদের সকলের সহায় হোন। আমীন