ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সুন্দর জীবনের নিশ্চয়তা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮
  • / ৩৩১ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: মানব জীবনে পেশা হচ্ছে চলমান সমাজে একটি আলোচিত বিষয়। সমাজে বিভিন্ন ব্যক্তি নিজ নিজ যোগ্যতা, চিন্তাশক্তি ও ব্যক্তিগত দক্ষতা ও পারদর্শিতার ভিত্তিতে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। পেশাজীবীদের জন্য আজ পৃথিবীর চাকা সচল। তাই মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হলো-পেশার ধরন, পেশার নিয়ম-কানুন, পেশার প্রকারভেদ, পেশা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সহ ইত্যাদি বিষয়ে খেয়াল করা। সমাজের ফলপ্রসূ ও প্রয়োজনীয় পেশায় আত্মনিয়োগ করা। নিয়োজিত পেশা দ্বারা যেমন সমাজের অপরাপর মানুষেরা উপকৃত হয় সেদিকে খেয়াল রাখা। কারণ, একটি হালাল পেশা একজন মানুষকে দুনিয়া ও আখেরাতের মুক্তির পথ নির্ধারণ করে দেয়। সে হিসেবে কাজ ও পেশা ইসলামের দৃষ্টিতে বিশেষ মর্যাদার অধিকারী। তাছাড়া দুনিয়া ও আখেরাতের কাজে লিপ্ত থাকা মানুষকে আল্লাহর পথে জিহাদকারী মুজাহিদের মর্যাদা দান করা হয়েছে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি নিজের পরিবারের ভরণ-পোষণের জন্য চেষ্টা করে, তার উদাহরণ সেই ব্যক্তির ন্যায়-যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে।’ এ ছাড়া পেশা ব্যক্তিগত জীবনের স্বাধীনতাকে নিশ্চিত করার পাশাপাশি হালাল পন্থায় অর্থ উপার্জনের মাধ্যমে নিজের ও নিজের পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবনের গতি ঠিক রাখে। সেই সঙ্গে ওই পেশা তাকে সমাজের অর্থনৈতিক, নৈতিক ও সাংস্কৃতিক দরিদ্রতা মোচনেও পরোক্ষভাবে সহায়তা করে। ফলে সমাজে বসবাসকারী অপরাপর নাগরিকের সঙ্গে স্থাপিত হয় সুসম্পর্ক। পক্ষান্তরে অলস ও বেকার ব্যক্তিরা সর্বদা মানসিক অশান্তি, বিষণœতা ও বিবেকের তাড়নায় জ্বালাময় আজাবে দিন অতিবাহিত করতে থাকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সুন্দর জীবনের নিশ্চয়তা

আপলোড টাইম : ০৯:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮

ধর্ম ডেস্ক: মানব জীবনে পেশা হচ্ছে চলমান সমাজে একটি আলোচিত বিষয়। সমাজে বিভিন্ন ব্যক্তি নিজ নিজ যোগ্যতা, চিন্তাশক্তি ও ব্যক্তিগত দক্ষতা ও পারদর্শিতার ভিত্তিতে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। পেশাজীবীদের জন্য আজ পৃথিবীর চাকা সচল। তাই মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হলো-পেশার ধরন, পেশার নিয়ম-কানুন, পেশার প্রকারভেদ, পেশা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সহ ইত্যাদি বিষয়ে খেয়াল করা। সমাজের ফলপ্রসূ ও প্রয়োজনীয় পেশায় আত্মনিয়োগ করা। নিয়োজিত পেশা দ্বারা যেমন সমাজের অপরাপর মানুষেরা উপকৃত হয় সেদিকে খেয়াল রাখা। কারণ, একটি হালাল পেশা একজন মানুষকে দুনিয়া ও আখেরাতের মুক্তির পথ নির্ধারণ করে দেয়। সে হিসেবে কাজ ও পেশা ইসলামের দৃষ্টিতে বিশেষ মর্যাদার অধিকারী। তাছাড়া দুনিয়া ও আখেরাতের কাজে লিপ্ত থাকা মানুষকে আল্লাহর পথে জিহাদকারী মুজাহিদের মর্যাদা দান করা হয়েছে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি নিজের পরিবারের ভরণ-পোষণের জন্য চেষ্টা করে, তার উদাহরণ সেই ব্যক্তির ন্যায়-যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে।’ এ ছাড়া পেশা ব্যক্তিগত জীবনের স্বাধীনতাকে নিশ্চিত করার পাশাপাশি হালাল পন্থায় অর্থ উপার্জনের মাধ্যমে নিজের ও নিজের পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবনের গতি ঠিক রাখে। সেই সঙ্গে ওই পেশা তাকে সমাজের অর্থনৈতিক, নৈতিক ও সাংস্কৃতিক দরিদ্রতা মোচনেও পরোক্ষভাবে সহায়তা করে। ফলে সমাজে বসবাসকারী অপরাপর নাগরিকের সঙ্গে স্থাপিত হয় সুসম্পর্ক। পক্ষান্তরে অলস ও বেকার ব্যক্তিরা সর্বদা মানসিক অশান্তি, বিষণœতা ও বিবেকের তাড়নায় জ্বালাময় আজাবে দিন অতিবাহিত করতে থাকে।