ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মানববন্ধন-প্রতিবাদ সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • / ১৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
সুইডেন ও নেদারল্যান্ডে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৃথক আয়োজনে এসব কর্মসূচি পালন করেন মুসলিম তৌহিদী জনতা।
চুয়াডাঙ্গা:
সুইডেনের উগ্র ডানপন্থী নেতা রাসমাস পালুদান কর্তৃক আসমানি কিতাব পবিত্র কোরআনুল কারিম আগুনে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের প্রদিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ওলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি জুনাইদ আল-হাবিবী।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ওলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সধারণ সম্পাদক মুস্তফা কামাল কাসেমি, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ওলামা পরিষদের সভাপতি মুফতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মুফতি আজিজুল্লাহ, দামুড়হুদা থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি রুহুল আমিন, ওলামা পরিষদের নেতা মুফতি আব্দুর ছবুর, মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ হতে বক্তারা বাংলাদেশের শিক্ষানীতির প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আজকে বাংলাদেশেও আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। যারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, সেই নাস্তিকদের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি। আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আমরা কিছুতেই সহ্য করব না। আমরা সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ এর আগে বিক্ষোভ মিছিলসহ দলে দলে প্রতিবাদ সভায় অশগ্রহণ করে ওলামা পরিষদের নেতৃবৃন্দ।

মেহেরপুর:
সুইডেন ও নেদারল্যান্ডে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর পৌর ইমাম পরিষদ। গতকাল শনিবার বিকেল পাঁচটায় মেহেরপুর পৌরসভার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পৌর ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাসানুজ্জামানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ইমাম পরিষদসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। পৌর ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি হোসাইন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মুফতি মিনারুল ইসলাম, সদস্য মাওলানা সেলিমুর রহমান, মাওলান মামুনুর রশীদ ও মাওলানা সাদিকুর রহমান।
মানববন্ধনে বক্তারা পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সুইডেন সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে মানববন্ধনে দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত সুইডেনের সকল পণ্য বর্জনের দাবি করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মানববন্ধন-প্রতিবাদ সভা

আপলোড টাইম : ০৪:২৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
সুইডেন ও নেদারল্যান্ডে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৃথক আয়োজনে এসব কর্মসূচি পালন করেন মুসলিম তৌহিদী জনতা।
চুয়াডাঙ্গা:
সুইডেনের উগ্র ডানপন্থী নেতা রাসমাস পালুদান কর্তৃক আসমানি কিতাব পবিত্র কোরআনুল কারিম আগুনে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের প্রদিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ওলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি জুনাইদ আল-হাবিবী।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ওলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সধারণ সম্পাদক মুস্তফা কামাল কাসেমি, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ওলামা পরিষদের সভাপতি মুফতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মুফতি আজিজুল্লাহ, দামুড়হুদা থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি রুহুল আমিন, ওলামা পরিষদের নেতা মুফতি আব্দুর ছবুর, মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ হতে বক্তারা বাংলাদেশের শিক্ষানীতির প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আজকে বাংলাদেশেও আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। যারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, সেই নাস্তিকদের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি। আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আমরা কিছুতেই সহ্য করব না। আমরা সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ এর আগে বিক্ষোভ মিছিলসহ দলে দলে প্রতিবাদ সভায় অশগ্রহণ করে ওলামা পরিষদের নেতৃবৃন্দ।

মেহেরপুর:
সুইডেন ও নেদারল্যান্ডে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর পৌর ইমাম পরিষদ। গতকাল শনিবার বিকেল পাঁচটায় মেহেরপুর পৌরসভার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পৌর ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাসানুজ্জামানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ইমাম পরিষদসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। পৌর ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি হোসাইন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মুফতি মিনারুল ইসলাম, সদস্য মাওলানা সেলিমুর রহমান, মাওলান মামুনুর রশীদ ও মাওলানা সাদিকুর রহমান।
মানববন্ধনে বক্তারা পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সুইডেন সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে মানববন্ধনে দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত সুইডেনের সকল পণ্য বর্জনের দাবি করা হয়।