ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সিরিজে সমতা ফেরাল ভারত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
  • / ২২১ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন:
প্রথম ম্যাচে ১০ উইকেটে হারের লজ্জায় ডুবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভারত। গতকাল শুক্রবার দ্বিতীয় ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৩৬ রানে। এই জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ফিরেছে সমতা (১-১)। রোববার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। রাজকোটে টস হেরে ভারত প্রথমে ব্যাট করতে নামে। ৬ উইকেট হারিয়ে ৩৪০ রান তোলে। জবাবে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৪ রানে থামে অস্ট্রেলিয়া। টার্গেট যখন ৩৪১, তখন প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার টপ অর্ডারের জ্বলে ওঠার। আজ অবশ্য ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চ সুবিধা করতে পারেননি। ওয়ার্নার মাত্র ১৫ রান করে আউট হন। ফিঞ্চ ফেরেন ৩৩ রান করে। তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথ ও মার্নাস ল্যাবুশানের ৯৬ রানের জুটিতে স্বপ্ন দেখতে শুরু করেছিল সফরকারীরা। ১৭৮ রানের মাথায় ল্যাবুশেন ৪৬ রান করে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। ২২০ রানে ফিরেন অ্যালেক্স ক্যারি (১৮)। ২২১ রানে স্টিভেন স্মিথ আউট হন। তিনি মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ১০২ বল খেলে ৯টি চার ও ১ ছক্কায় ৯৮ রান করেন তিনি। শেষ পর্যন্ত কেন রিচার্ডসনের ১১ বলে খেলা ২৪ রানের ইনিংসে ৩০৪ রান পর্যন্ত যেতে পারে অস্ট্রেলিয়া। বল হাতে ভারতের মোহাম্মদ শামী ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন নবদীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। এই ম্যাচে ২ উইকেট শিকার করে ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে দ্রুত ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন কুলদীপ। তার আগে ভারতের ৩৪০ রানের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৯৬ রান করেন শিখর ধাওয়ান। ৮০ রান করেন লোকেশ রাহুল। ৭৮টি রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে। এ ছাড়া রোহিত শর্মা ৪২ ও জাদেজা অপরাজিত ২০ রান করেন। বল হাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৩টি ও কেন রিচার্ডসন ২টি উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন লোকেশ রাহুল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সিরিজে সমতা ফেরাল ভারত

আপলোড টাইম : ১০:০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০

খেলাধুলা প্রতিবেদন:
প্রথম ম্যাচে ১০ উইকেটে হারের লজ্জায় ডুবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভারত। গতকাল শুক্রবার দ্বিতীয় ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৩৬ রানে। এই জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ফিরেছে সমতা (১-১)। রোববার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। রাজকোটে টস হেরে ভারত প্রথমে ব্যাট করতে নামে। ৬ উইকেট হারিয়ে ৩৪০ রান তোলে। জবাবে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৪ রানে থামে অস্ট্রেলিয়া। টার্গেট যখন ৩৪১, তখন প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার টপ অর্ডারের জ্বলে ওঠার। আজ অবশ্য ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চ সুবিধা করতে পারেননি। ওয়ার্নার মাত্র ১৫ রান করে আউট হন। ফিঞ্চ ফেরেন ৩৩ রান করে। তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথ ও মার্নাস ল্যাবুশানের ৯৬ রানের জুটিতে স্বপ্ন দেখতে শুরু করেছিল সফরকারীরা। ১৭৮ রানের মাথায় ল্যাবুশেন ৪৬ রান করে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। ২২০ রানে ফিরেন অ্যালেক্স ক্যারি (১৮)। ২২১ রানে স্টিভেন স্মিথ আউট হন। তিনি মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ১০২ বল খেলে ৯টি চার ও ১ ছক্কায় ৯৮ রান করেন তিনি। শেষ পর্যন্ত কেন রিচার্ডসনের ১১ বলে খেলা ২৪ রানের ইনিংসে ৩০৪ রান পর্যন্ত যেতে পারে অস্ট্রেলিয়া। বল হাতে ভারতের মোহাম্মদ শামী ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন নবদীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। এই ম্যাচে ২ উইকেট শিকার করে ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে দ্রুত ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন কুলদীপ। তার আগে ভারতের ৩৪০ রানের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৯৬ রান করেন শিখর ধাওয়ান। ৮০ রান করেন লোকেশ রাহুল। ৭৮টি রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে। এ ছাড়া রোহিত শর্মা ৪২ ও জাদেজা অপরাজিত ২০ রান করেন। বল হাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৩টি ও কেন রিচার্ডসন ২টি উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন লোকেশ রাহুল।