ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সিপিবির কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
  • / ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
‘কোভিড-১৯’ মহামারি নিয়ন্ত্রণে স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করে তাঁরা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্বাক্ষরিত স্মরকলিপিতে বলা হয়, করোনাভাইরাস সারাবিশ্বে আঘাত হেনেছে। মানবসমাজ তথা মানব-অস্তিত্বকে চ্যালেঞ্জ জানিয়ে সে আজ তার বিরুদ্ধে এক মরণযুদ্ধে লিপ্ত হয়েছে। প্রতিদিন লাখো মানুষ এই ঘাতক ভাইরাসের দ্বারা আক্রান্ত হচ্ছে। হাজার হাজার আক্রান্ত মানুষ মৃত্যুর কোলে ঢোলে পড়ছে। সমগ্র বিশ্ববাসী ও সেইসঙ্গে দেশবাসী আজ ইতিহাসের ভয়াবহতম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। বাংলাদেশের জনঘনত্ব বিশ্বে সবচেয়ে বেশি বলে কোনোভাবে করোনা-সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে, তা রোধ করা কঠিন হয়ে পড়বে। এ দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন সমন্বিত বৈশ্বিক ও জাতীয় উদ্যোগ। স্মারকলিপিতে কোভিড-১৯ সংকট মোকাবিলায় সব সরকারি-বেসরকারি চিকিৎসক ও প্রতিষ্ঠানকে করোনা রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনমত নির্দিষ্টকৃত হাসপাতালগুলোর সঙ্গে সম্পৃক্ত করা। প্রয়োজনে কেন্দ্রীয়ভাবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মীদের টিম তৈরি করে চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় সাধন করা। প্রতিটি হাসপাতালে বা চিকিৎসাকেন্দ্রে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ক্লিনার ও নিরাপত্তাকর্মীসহ ঝুঁঁকিপূর্ণ কাজে নিয়োজিত সব কর্মীর জন্য মানসম্পন্ন পিপিই, এন-৯৫ মাস্ক ও অন্যান্য সুরক্ষাসামগ্রী প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করাসহ সিপিবি ২৪টি দাবি উপস্থাপন করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সিপিবির কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

আপলোড টাইম : ০৯:৩৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০

নিজস্ব প্রতিবেদক:
‘কোভিড-১৯’ মহামারি নিয়ন্ত্রণে স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করে তাঁরা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্বাক্ষরিত স্মরকলিপিতে বলা হয়, করোনাভাইরাস সারাবিশ্বে আঘাত হেনেছে। মানবসমাজ তথা মানব-অস্তিত্বকে চ্যালেঞ্জ জানিয়ে সে আজ তার বিরুদ্ধে এক মরণযুদ্ধে লিপ্ত হয়েছে। প্রতিদিন লাখো মানুষ এই ঘাতক ভাইরাসের দ্বারা আক্রান্ত হচ্ছে। হাজার হাজার আক্রান্ত মানুষ মৃত্যুর কোলে ঢোলে পড়ছে। সমগ্র বিশ্ববাসী ও সেইসঙ্গে দেশবাসী আজ ইতিহাসের ভয়াবহতম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। বাংলাদেশের জনঘনত্ব বিশ্বে সবচেয়ে বেশি বলে কোনোভাবে করোনা-সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে, তা রোধ করা কঠিন হয়ে পড়বে। এ দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন সমন্বিত বৈশ্বিক ও জাতীয় উদ্যোগ। স্মারকলিপিতে কোভিড-১৯ সংকট মোকাবিলায় সব সরকারি-বেসরকারি চিকিৎসক ও প্রতিষ্ঠানকে করোনা রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনমত নির্দিষ্টকৃত হাসপাতালগুলোর সঙ্গে সম্পৃক্ত করা। প্রয়োজনে কেন্দ্রীয়ভাবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মীদের টিম তৈরি করে চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় সাধন করা। প্রতিটি হাসপাতালে বা চিকিৎসাকেন্দ্রে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ক্লিনার ও নিরাপত্তাকর্মীসহ ঝুঁঁকিপূর্ণ কাজে নিয়োজিত সব কর্মীর জন্য মানসম্পন্ন পিপিই, এন-৯৫ মাস্ক ও অন্যান্য সুরক্ষাসামগ্রী প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করাসহ সিপিবি ২৪টি দাবি উপস্থাপন করে।