ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সিঙ্গাপুুরে পৌঁছেছে অনূর্ধ্ব-২১ নারী হকি দল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • / ২১৯ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক:
এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি-২০১৯ এ অংশ নিতে গতকাল বুধবার বিকেলে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী হকি দলের সহযোগিতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। গতকাল সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে ঢাকা ছেড়ে যায় দল। টুর্নামেন্ট চলাকালিন সিঙ্গাপুরের সেরাঙ্গুনের হোটেল মিত্রা ইনে অবস্থান করবে দল। হেড কোচ তারিকুজ্জামান নান্নু জানিয়েছেন, একদিন বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে দল। আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী দলগুলোর সাথে আলোচনা করে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টাও করা হবে। শেষ মুহুর্তে নেপাল নাম প্রত্যাহার করে নেয়ায় টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৬টি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। টুর্নামেন্টের সেরা দুই দল অংশ নিবে ওমেন্স জুনিয়র এশিয়া কাপ ২০২০-এ। চলতি মাসের ৯-১৫ তারিখ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি-২০১৯। ১৮ সদস্যের বাংলাদেশ দল: গোলরক্ষক: সুমি আক্তার ও রিয়া আক্তার স্বর্ণা। রক্ষণভাগ: রিতু খানম, জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, মুক্তা খাতুন, রানি আক্তার রিয়া মনি ও পারভিন আক্তার। মিডফিল্ড: লিমা খাতুন, ফারদিয়া আক্তার রাত্রি, সানজিদা আক্তার সাথী, সানজিদা আক্তার মনি, মোকসেদা মুন্নী ও নাদিরা (মিডফিল্ড+ফরোয়ার্ড)। ফরোয়ার্ড: নমিতা কর্মকার, সাদিয়া খাতুন, তারিন আক্তার খুশি, অর্পিতা পাল, তাসমিম আক্তার মিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সিঙ্গাপুুরে পৌঁছেছে অনূর্ধ্ব-২১ নারী হকি দল

আপলোড টাইম : ০৯:১৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯

খেলাধুলা ডেস্ক:
এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি-২০১৯ এ অংশ নিতে গতকাল বুধবার বিকেলে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী হকি দলের সহযোগিতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। গতকাল সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে ঢাকা ছেড়ে যায় দল। টুর্নামেন্ট চলাকালিন সিঙ্গাপুরের সেরাঙ্গুনের হোটেল মিত্রা ইনে অবস্থান করবে দল। হেড কোচ তারিকুজ্জামান নান্নু জানিয়েছেন, একদিন বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে দল। আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী দলগুলোর সাথে আলোচনা করে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টাও করা হবে। শেষ মুহুর্তে নেপাল নাম প্রত্যাহার করে নেয়ায় টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৬টি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। টুর্নামেন্টের সেরা দুই দল অংশ নিবে ওমেন্স জুনিয়র এশিয়া কাপ ২০২০-এ। চলতি মাসের ৯-১৫ তারিখ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি-২০১৯। ১৮ সদস্যের বাংলাদেশ দল: গোলরক্ষক: সুমি আক্তার ও রিয়া আক্তার স্বর্ণা। রক্ষণভাগ: রিতু খানম, জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, মুক্তা খাতুন, রানি আক্তার রিয়া মনি ও পারভিন আক্তার। মিডফিল্ড: লিমা খাতুন, ফারদিয়া আক্তার রাত্রি, সানজিদা আক্তার সাথী, সানজিদা আক্তার মনি, মোকসেদা মুন্নী ও নাদিরা (মিডফিল্ড+ফরোয়ার্ড)। ফরোয়ার্ড: নমিতা কর্মকার, সাদিয়া খাতুন, তারিন আক্তার খুশি, অর্পিতা পাল, তাসমিম আক্তার মিম।