ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে ৪৪৫ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত : রাষ্ট্রদূতের পরামর্শ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
  • / ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুরে নতুন করে গত ২৪ ঘণ্টায় ৮৫ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। শুক্রবার আক্রান্ত হওয়া ৮৫ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ৪৪৫ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সিঙ্গাপুরে ১৯৮জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১০৮ জন। আজ আরও ৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৯২ জন। ১০ এপ্রিল ৮৬ বছর বয়স্ক সিঙ্গাপুরিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে সাতজনের মৃত্যু হয়েছে। আর একজন করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাবার আগেই মৃত্যুবরণ করেন। আক্রান্ত ১৯৮ জন সবাই দেশের অভ্যন্তরে থেকেই আক্রান্ত হয়েছে। ৯৮ জন পূর্বের ক্লাস্টারের কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে।
এরমধ্যে ৭৯ জনই অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরির সঙ্গে যোগাযোগ রয়েছে। আজকে ঝঁহমবর কঁফঁঃ ডরমিটরিতে নতুন ক্লাস্টার হিসেবে শনাক্ত করা হয়েছে। ৪৮ জন পূর্বের রোগীদের সাথে যোগাযোগ রয়েছে। ৭১ জনের তথ্য এখনো অজানা রয়েছে।
দেশটিতে ৮৭৫ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ৩২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৭৩৪ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে পৃথক করে কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডিজোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বাংলাদেশি প্রবাসীদের জন্য এক ভিডিও বার্তায় বলেছেন, নভেল করোনা ভাইরাসের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সিঙ্গাপুরেও বেশ কিছুৃ মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশী কর্মীভাইয়েরাও রয়েছেন। বিষয়টি আমাদের সকলের জন্য উদ্বেগের। সিঙ্গাপুর সরকার এ বিষয়ে উদ্বিগ্ন। তাঁরা বেশকিছু ব্যবস্থা নিয়েছেন। সামাজিক দুরুত্ব বজায় রাখা, ডরমেটরিতে একটির সাথে আরেকটির যোগাযোগ না রাখা, যতদূর সম্ভব নিজ নিজ রুমে অবস্থান রাখা।
তিনি আরও বলেন, সকলের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে এটি মানতে হবে। আমরা সিঙ্গাপুর সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তারা তিনটি বিষয় আমাদের নিশ্চত করেছেন। প্রথমত আপনারা বেতন নিয়মিত পাবেন। দ্বিতীয়ত তিনবেলা খাবার পাবেন। প্রয়োজনে রুমে খাবর পৌছে দেবে এবং তৃতীয়ত চিকিৎসা। সিঙ্গাপুর সরকার ঘোষণা দিয়েছে, করোনায় আক্রান্ত প্রত্যেকের চিকিৎসা সিঙ্গাপুর সরকার দেবে।
হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বাংলাদেশি কর্মীদের পরামর্শ দিয়ে বলেন, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় টরমেটরির জন্য মেডিকেল টিমের ব্যবস্থা করেছে। চিকিৎসার জন্য তাঁদের স্বরণাপন্ন হতে পারেন। আপনারা বুঝতে পারছেন, আমার একটি কঠিন পরিস্থির মধ্যে দিয়ে যাচ্ছি। সিঙ্গাপুর সরকারের সকল স্বাস্থবিধি পুরোপুরি মেনে চলবেন। এতে আপনার, আমার এবং আমাদের সকলের মঙ্গল হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সিঙ্গাপুরে ৪৪৫ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত : রাষ্ট্রদূতের পরামর্শ

আপলোড টাইম : ১১:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুরে নতুন করে গত ২৪ ঘণ্টায় ৮৫ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। শুক্রবার আক্রান্ত হওয়া ৮৫ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ৪৪৫ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সিঙ্গাপুরে ১৯৮জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১০৮ জন। আজ আরও ৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৯২ জন। ১০ এপ্রিল ৮৬ বছর বয়স্ক সিঙ্গাপুরিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে সাতজনের মৃত্যু হয়েছে। আর একজন করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাবার আগেই মৃত্যুবরণ করেন। আক্রান্ত ১৯৮ জন সবাই দেশের অভ্যন্তরে থেকেই আক্রান্ত হয়েছে। ৯৮ জন পূর্বের ক্লাস্টারের কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে।
এরমধ্যে ৭৯ জনই অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরির সঙ্গে যোগাযোগ রয়েছে। আজকে ঝঁহমবর কঁফঁঃ ডরমিটরিতে নতুন ক্লাস্টার হিসেবে শনাক্ত করা হয়েছে। ৪৮ জন পূর্বের রোগীদের সাথে যোগাযোগ রয়েছে। ৭১ জনের তথ্য এখনো অজানা রয়েছে।
দেশটিতে ৮৭৫ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ৩২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৭৩৪ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে পৃথক করে কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডিজোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বাংলাদেশি প্রবাসীদের জন্য এক ভিডিও বার্তায় বলেছেন, নভেল করোনা ভাইরাসের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সিঙ্গাপুরেও বেশ কিছুৃ মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশী কর্মীভাইয়েরাও রয়েছেন। বিষয়টি আমাদের সকলের জন্য উদ্বেগের। সিঙ্গাপুর সরকার এ বিষয়ে উদ্বিগ্ন। তাঁরা বেশকিছু ব্যবস্থা নিয়েছেন। সামাজিক দুরুত্ব বজায় রাখা, ডরমেটরিতে একটির সাথে আরেকটির যোগাযোগ না রাখা, যতদূর সম্ভব নিজ নিজ রুমে অবস্থান রাখা।
তিনি আরও বলেন, সকলের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে এটি মানতে হবে। আমরা সিঙ্গাপুর সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তারা তিনটি বিষয় আমাদের নিশ্চত করেছেন। প্রথমত আপনারা বেতন নিয়মিত পাবেন। দ্বিতীয়ত তিনবেলা খাবার পাবেন। প্রয়োজনে রুমে খাবর পৌছে দেবে এবং তৃতীয়ত চিকিৎসা। সিঙ্গাপুর সরকার ঘোষণা দিয়েছে, করোনায় আক্রান্ত প্রত্যেকের চিকিৎসা সিঙ্গাপুর সরকার দেবে।
হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বাংলাদেশি কর্মীদের পরামর্শ দিয়ে বলেন, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় টরমেটরির জন্য মেডিকেল টিমের ব্যবস্থা করেছে। চিকিৎসার জন্য তাঁদের স্বরণাপন্ন হতে পারেন। আপনারা বুঝতে পারছেন, আমার একটি কঠিন পরিস্থির মধ্যে দিয়ে যাচ্ছি। সিঙ্গাপুর সরকারের সকল স্বাস্থবিধি পুরোপুরি মেনে চলবেন। এতে আপনার, আমার এবং আমাদের সকলের মঙ্গল হবে।