ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাহিত্যের টানে আবারো চুয়াডাঙ্গায় আসতে চান কবি-সাহিত্যিকরা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩৯৮ বার পড়া হয়েছে

শেষ হলো দু’দিনব্যাপী এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: ‘এসো শিল্পের আগুনে পুড়ে হই, দ্বিধা আর জড়তা ভেঙ্গে মুক্ত হই’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন শেষ হয়েছে গতকাল রবিবার রাতে। এদিন সকাল সাড়ে ৯টায় স্বরচিত কবিতা পাঠের আসর পদধ্বনি ১২৭৩ তম পর্বের মধ্যে দিয়ে ২য় ও শেষ দিনের কর্মসূচী শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দানামে এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলনের।
স্বরচিত কবিতা পাঠের আসরে কবি গোলাম কবীর মুকুলের সভাপতিত্বে অতিথি ছিলেন কবি আশরাফ আহমদ, ভারত বিচিত্রার সম্পাদক নান্টু রায় প্রমূখ। সকাল সাড়ে ১০টায় সমকালীন বাংলা সাহিত্যচর্চার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বিভাগীয় প্রধান (বাংলা) ড. মো. আব্দুর রশিদ। বিষয়ভিত্তিক আলোচনা সভায় অংশ নেন সম্মেলন উদ্বোধক বাংলাদেশের সাহিত্যিক ও কবি আনোয়ারা সৈয়দ হক ও ভারতের প্রখ্যাত কথাশিল্পি আবুল বাশার। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি মকবুলার রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন গবেষক ও শিক্ষাবীদ ড. আবুল আহসান চৌধুরী, কবি মাকিদ হায়দার, কথাসাহিত্যিক নাসরীন জাহান, কবি নন্দদুলাল আচার্য, গল্পকার ও নাট্যকর আশিস চট্টোপাধ্যায়, কবি তারিক সুজাত, কবি ফরিদ আহমদ দুলাল, কবি আশরাফ আহমদ ও গল্পকার কবি পার্থ আচার্য। জেড আলম ও মনোয়ারা খুশির সঞ্চালনায় আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মুন্সী আবু সাঈফ, অধ্যাপক কবি ড. গোলাম মোস্তফা সিন্দাইনী, অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী (বরিশাল), কবি হাফিজ রশিদ খান (চট্টগ্রাম) ও কবি মাহমুদ কামাল (টাঙ্গাইল), ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক (ফামিং সিস্টেম) ড. জেবুন্নেছা রীনা, কবি রাজা সহিদুল আসলাম (রংপুর), গল্পকার রুমা মোদক (সিলেট), কবি ও নাট্যকর অনল আকাশ (রাজশাহী), কবি চৌধুরী বাবুল বড়–য়া (বান্দরবান)। বক্তারা বলেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের এ আয়োজনের মধ্যে দিয়ে এপার বাংলা ওপার বাংলার কবি ও সাহিত্যিকদের মিলন ঘটেছে। সাহিত্যের এ সম্প্রিতির টানে আমরা আবারো মিলিত হতে চাই।
বক্তারা আরো বলেন, রক্তে অর্জিত প্রিয় মাতৃভাষা বাংলাকে ক্ষত-বিক্ষত করবেন না। তারা- প্রিয় মায়ের ভাষাকে মর্যাদার অবস্থানে ধরে রাখার জন্য এপার বাংলা ও ওপার বাংলার কবি সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক আন্দোলনের আহবান জানান।
দুপুরে স্বরচিত কবিতা পাঠের আসর শেষে বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪০ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বার্ষিক সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। কন্ঠশিল্পী হিরন উর রশিদ শান্ত ও সৌম্যজিতা শ্রুতির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সাহিত্যিক ও কবি আনোয়ারা সৈয়দ হক ও ভারতের প্রখ্যাত কথাশিল্পি আবুল বাশারসহ অতিথিবৃন্দ। ৮টি ইভেন্টের প্রতিযোগিতায় ৫টি বিভাগে অর্ধশতাধিক বিজয়ীর হাতে ক্রেস্ট, অভিজ্ঞান সনদ ও বই তুলে দেয়া হয়।
সন্ধ্যায় একই মঞ্চে স্বরচিত কবিতা পাঠের আসর শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল ও লালন সংগীত পরিবেশন করে শিল্পীরা। সঙ্গীতানুষ্ঠান শেষে সম্মেলনের সমাপণী ঘোষণা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সাহিত্যের টানে আবারো চুয়াডাঙ্গায় আসতে চান কবি-সাহিত্যিকরা

আপলোড টাইম : ০৯:৩৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮

শেষ হলো দু’দিনব্যাপী এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: ‘এসো শিল্পের আগুনে পুড়ে হই, দ্বিধা আর জড়তা ভেঙ্গে মুক্ত হই’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন শেষ হয়েছে গতকাল রবিবার রাতে। এদিন সকাল সাড়ে ৯টায় স্বরচিত কবিতা পাঠের আসর পদধ্বনি ১২৭৩ তম পর্বের মধ্যে দিয়ে ২য় ও শেষ দিনের কর্মসূচী শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দানামে এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলনের।
স্বরচিত কবিতা পাঠের আসরে কবি গোলাম কবীর মুকুলের সভাপতিত্বে অতিথি ছিলেন কবি আশরাফ আহমদ, ভারত বিচিত্রার সম্পাদক নান্টু রায় প্রমূখ। সকাল সাড়ে ১০টায় সমকালীন বাংলা সাহিত্যচর্চার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বিভাগীয় প্রধান (বাংলা) ড. মো. আব্দুর রশিদ। বিষয়ভিত্তিক আলোচনা সভায় অংশ নেন সম্মেলন উদ্বোধক বাংলাদেশের সাহিত্যিক ও কবি আনোয়ারা সৈয়দ হক ও ভারতের প্রখ্যাত কথাশিল্পি আবুল বাশার। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি মকবুলার রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন গবেষক ও শিক্ষাবীদ ড. আবুল আহসান চৌধুরী, কবি মাকিদ হায়দার, কথাসাহিত্যিক নাসরীন জাহান, কবি নন্দদুলাল আচার্য, গল্পকার ও নাট্যকর আশিস চট্টোপাধ্যায়, কবি তারিক সুজাত, কবি ফরিদ আহমদ দুলাল, কবি আশরাফ আহমদ ও গল্পকার কবি পার্থ আচার্য। জেড আলম ও মনোয়ারা খুশির সঞ্চালনায় আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মুন্সী আবু সাঈফ, অধ্যাপক কবি ড. গোলাম মোস্তফা সিন্দাইনী, অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী (বরিশাল), কবি হাফিজ রশিদ খান (চট্টগ্রাম) ও কবি মাহমুদ কামাল (টাঙ্গাইল), ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক (ফামিং সিস্টেম) ড. জেবুন্নেছা রীনা, কবি রাজা সহিদুল আসলাম (রংপুর), গল্পকার রুমা মোদক (সিলেট), কবি ও নাট্যকর অনল আকাশ (রাজশাহী), কবি চৌধুরী বাবুল বড়–য়া (বান্দরবান)। বক্তারা বলেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের এ আয়োজনের মধ্যে দিয়ে এপার বাংলা ওপার বাংলার কবি ও সাহিত্যিকদের মিলন ঘটেছে। সাহিত্যের এ সম্প্রিতির টানে আমরা আবারো মিলিত হতে চাই।
বক্তারা আরো বলেন, রক্তে অর্জিত প্রিয় মাতৃভাষা বাংলাকে ক্ষত-বিক্ষত করবেন না। তারা- প্রিয় মায়ের ভাষাকে মর্যাদার অবস্থানে ধরে রাখার জন্য এপার বাংলা ও ওপার বাংলার কবি সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক আন্দোলনের আহবান জানান।
দুপুরে স্বরচিত কবিতা পাঠের আসর শেষে বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪০ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বার্ষিক সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। কন্ঠশিল্পী হিরন উর রশিদ শান্ত ও সৌম্যজিতা শ্রুতির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সাহিত্যিক ও কবি আনোয়ারা সৈয়দ হক ও ভারতের প্রখ্যাত কথাশিল্পি আবুল বাশারসহ অতিথিবৃন্দ। ৮টি ইভেন্টের প্রতিযোগিতায় ৫টি বিভাগে অর্ধশতাধিক বিজয়ীর হাতে ক্রেস্ট, অভিজ্ঞান সনদ ও বই তুলে দেয়া হয়।
সন্ধ্যায় একই মঞ্চে স্বরচিত কবিতা পাঠের আসর শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল ও লালন সংগীত পরিবেশন করে শিল্পীরা। সঙ্গীতানুষ্ঠান শেষে সম্মেলনের সমাপণী ঘোষণা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন।