ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • / ৭৮৯ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে। গতকাল রোববার একঘন্টা সময়ে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ কর্মর্সূচি পালন করা হয়। চলতি বৃক্ষরোপন কর্মসূচিকে সফল করে তোলার লক্ষে এই উদ্যোগটি নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ি গতকাল দুপুর ১২টা থেকে ১টার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক কর্মচারী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একটি করে গাছের চারা রোপণ করেন। দেশের প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা কমপক্ষে চার লাখ বৃক্ষরোপণ করেছে জানা গেছে। গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান অধিদপ্তরের মহাপরিচালক ড. মো.আবু হেনা মোস্তফা কামাল। সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গার প্রাথমিক বিদ্যালয়েও বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের ঝিনুক বিদ্যাপীঠে এ কর্মসুচি পালন করা হয়।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন করে শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, সহকারি শিক্ষা অফিসার শাহরিয়ার কবীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেচ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খ. হামিদুল ইসলাম আজম, শিক্ষক আহসান কবির বকুল, আসমা খাতুন, উম্মে সালমা, লাইলা নার্গিস, সুলতানা রাজিয়া। অপর দিকে বেলা ১ টার দিকে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপভাবে বৃক্ষরোপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, সহকারি শিক্ষা অফিসার শাহরিয়ার কবীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজুন নেছা, সহকারি শিক্ষক রেফাউল হক, দিপালী রানী কুন্ডু, রওশন আরা, সাজেদা খাতুন, ইমাম হোসেন, আমিরুল ইসলাম, তৌফিকউজ্জামান প্রমূখ। এছাড়াও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারী সরকারি বালিকা বিদ্যালয়, এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।
দর্শনা অফিস জানিয়েছে, সারা দেশে সাথে একযোগে দর্শনা পৌরসভা এলাকার প্রাথমিক বিদ্যালয় গুলোতে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে দর্শনা পৌর এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। পূর্বরামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষ রোপন করেন বিদ্যালয়ের সভাপতি কিবরিয়া আজম ও প্রধান শিক্ষক হারুন অর রশিদ। এসময় বিদ্যালয়ের অভিভাবক ফারজানা ইসলাম ছবি, আশরাফ আলীসহ শিক্ষিকাদের মধ্যে ছিলেন, সালমা আক্তার, শাহিনা আক্তার, আকলিমা খাতুন, শেফালী খাতুন, সোনাহার খাতুন, রেবেকা সুলতানা, হাবিবা আমিন, শাহানাজ পারভীন, লাখিয়া পারভীন, শাহিনা ইসলাম ও সাদিয়া আফরোজ।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর দৌলৎগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় জীবননগর দৌলৎগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন। জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ.লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র সাইদুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলার আবুল কাশেম, খন্দকার আলী আজম, আপিল হোসেন, শিক্ষক আতিয়ার রহমান, মশিয়ার রহমান, সোরাইয়া প্রমূখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা পর্যায়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা ওালিউর রহমান, ফিরোজুর রহমান, জয়নুল আবেদীন, শামীম সুলতানা, আসাফ উদ দৌল্লা, প্রধান শিক্ষক নার্গিস পারভিন, সহকারী শিক্ষক মামনুর রহমান, সেখানে উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রতিটা বিদ্যালয় প্রাঙ্গনে কমপক্ষে ১টি করে গাছের চারা রোপন করবেন। অপর দিকে মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান গাছের চারা রোপন করেন। এসময় প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শেলিনা জাহান, নুরুন্নাহার, কুল্লে আফিফা, রোকনুজ্জামান, সামিয়া আফরিন, আয়েশা খাতুন প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।
আমঝুঁপি প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচির পালন করা হয়েছে। রবিবার সকালে আমঝুঁপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান গাছের চারা রোপন করেন। এসময় প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শেলিনা জাহান, নুরুন্নাহার, কুল্লে আফিফা, রোকনুজ্জামান, সামিয়া আফরিন, আয়েশা খাতুন প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, দেশব্যাপী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একযোগে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় মুজিবনগরে সরকারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে বনজ, ফলজ ও ঔষধি গাছের গাছের চারা রোপন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার এস.এম আবুল ফজল, আলাউদ্দীনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। শিক্ষা অফিসার জানান,  দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় একযোগে দুপুর ১২টায় উপজেলায় ৩৮টি বিদ্যালয়ে ৩শত ২৯টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ৫ হাজার বৃক্ষ রোপনের টার্গেট নিয়ে রোববার বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মো. আতাউর রহমান এ কর্মসুচির উদ্বোধন করেন। এ সময় ঝিনাইদহ সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও জেলা পরিষদের কাউন্সিলর শামিম আরা হ্যাপী উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মো. আতাউর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জনবলের সংখ্যা বিবেচনায় প্রতিটি কর্মকর্তা কর্মচারী একটি করে বৃক্ষের চারা রোপন করবেন। সে হিসেবে ঝিনাইদহ জেলায় ৫ হাজার গাছ রোপন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপলোড টাইম : ০৪:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭

সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে। গতকাল রোববার একঘন্টা সময়ে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ কর্মর্সূচি পালন করা হয়। চলতি বৃক্ষরোপন কর্মসূচিকে সফল করে তোলার লক্ষে এই উদ্যোগটি নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ি গতকাল দুপুর ১২টা থেকে ১টার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক কর্মচারী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একটি করে গাছের চারা রোপণ করেন। দেশের প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা কমপক্ষে চার লাখ বৃক্ষরোপণ করেছে জানা গেছে। গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান অধিদপ্তরের মহাপরিচালক ড. মো.আবু হেনা মোস্তফা কামাল। সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গার প্রাথমিক বিদ্যালয়েও বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের ঝিনুক বিদ্যাপীঠে এ কর্মসুচি পালন করা হয়।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন করে শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, সহকারি শিক্ষা অফিসার শাহরিয়ার কবীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেচ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খ. হামিদুল ইসলাম আজম, শিক্ষক আহসান কবির বকুল, আসমা খাতুন, উম্মে সালমা, লাইলা নার্গিস, সুলতানা রাজিয়া। অপর দিকে বেলা ১ টার দিকে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপভাবে বৃক্ষরোপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, সহকারি শিক্ষা অফিসার শাহরিয়ার কবীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজুন নেছা, সহকারি শিক্ষক রেফাউল হক, দিপালী রানী কুন্ডু, রওশন আরা, সাজেদা খাতুন, ইমাম হোসেন, আমিরুল ইসলাম, তৌফিকউজ্জামান প্রমূখ। এছাড়াও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারী সরকারি বালিকা বিদ্যালয়, এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।
দর্শনা অফিস জানিয়েছে, সারা দেশে সাথে একযোগে দর্শনা পৌরসভা এলাকার প্রাথমিক বিদ্যালয় গুলোতে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে দর্শনা পৌর এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। পূর্বরামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষ রোপন করেন বিদ্যালয়ের সভাপতি কিবরিয়া আজম ও প্রধান শিক্ষক হারুন অর রশিদ। এসময় বিদ্যালয়ের অভিভাবক ফারজানা ইসলাম ছবি, আশরাফ আলীসহ শিক্ষিকাদের মধ্যে ছিলেন, সালমা আক্তার, শাহিনা আক্তার, আকলিমা খাতুন, শেফালী খাতুন, সোনাহার খাতুন, রেবেকা সুলতানা, হাবিবা আমিন, শাহানাজ পারভীন, লাখিয়া পারভীন, শাহিনা ইসলাম ও সাদিয়া আফরোজ।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর দৌলৎগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় জীবননগর দৌলৎগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন। জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ.লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র সাইদুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলার আবুল কাশেম, খন্দকার আলী আজম, আপিল হোসেন, শিক্ষক আতিয়ার রহমান, মশিয়ার রহমান, সোরাইয়া প্রমূখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা পর্যায়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা ওালিউর রহমান, ফিরোজুর রহমান, জয়নুল আবেদীন, শামীম সুলতানা, আসাফ উদ দৌল্লা, প্রধান শিক্ষক নার্গিস পারভিন, সহকারী শিক্ষক মামনুর রহমান, সেখানে উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রতিটা বিদ্যালয় প্রাঙ্গনে কমপক্ষে ১টি করে গাছের চারা রোপন করবেন। অপর দিকে মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান গাছের চারা রোপন করেন। এসময় প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শেলিনা জাহান, নুরুন্নাহার, কুল্লে আফিফা, রোকনুজ্জামান, সামিয়া আফরিন, আয়েশা খাতুন প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।
আমঝুঁপি প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচির পালন করা হয়েছে। রবিবার সকালে আমঝুঁপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান গাছের চারা রোপন করেন। এসময় প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শেলিনা জাহান, নুরুন্নাহার, কুল্লে আফিফা, রোকনুজ্জামান, সামিয়া আফরিন, আয়েশা খাতুন প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, দেশব্যাপী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একযোগে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় মুজিবনগরে সরকারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে বনজ, ফলজ ও ঔষধি গাছের গাছের চারা রোপন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার এস.এম আবুল ফজল, আলাউদ্দীনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। শিক্ষা অফিসার জানান,  দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় একযোগে দুপুর ১২টায় উপজেলায় ৩৮টি বিদ্যালয়ে ৩শত ২৯টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ৫ হাজার বৃক্ষ রোপনের টার্গেট নিয়ে রোববার বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মো. আতাউর রহমান এ কর্মসুচির উদ্বোধন করেন। এ সময় ঝিনাইদহ সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও জেলা পরিষদের কাউন্সিলর শামিম আরা হ্যাপী উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মো. আতাউর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জনবলের সংখ্যা বিবেচনায় প্রতিটি কর্মকর্তা কর্মচারী একটি করে বৃক্ষের চারা রোপন করবেন। সে হিসেবে ঝিনাইদহ জেলায় ৫ হাজার গাছ রোপন করা হবে।