ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাব্বিরের ফেরার ম্যাচে হারলো কুমিল্লা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • / ২৪৬ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন:
ব্যাটিংয়ে রাইলি রুশোর ৭১ রানের ঝড়ো ইনিংসের পর রবি ফ্রাইলিঙ্কের ৫ উইকেটের সুবাদে কুমিল্লা ওরিয়র্সের বিপক্ষে জয় পেয়েছে খুলনা টাইগার্স। সাব্বির রহমানের ৩৯ বলে ৬২ রানের পরও ৩৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে খুলনা। ৯ ওভারে ৭১ রানের জুটি গড়ে নাজমুল হোসেন শান্ত ও মেহেদি মিরাজ। সৌম্যর বলে পয়েন্টে সানজামুলের হাতে ধরা পড়ার আগে ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন শান্ত। অপর প্রান্তে ধীর গতিতে খেলা মিরাজের সঙ্গে জুটি গড়তে ক্রিজে আসেন রুশো। ৩৯ বলে ৩৯ রান করে দলীয় ৯৪ রানে আউট হন মিরাজ। এরপর ঝড় তোলেন রুশো। মাত্র ২৬ বলে পৌঁছান পঞ্চাশে। শুরুতে তাকে স্ট্রাইক দিয়ে যাওয়া মুশফিকও পরে শট খেলতে শুরু করেন। দুই জন অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৪৬ বলে গড়েন ৮৫ রানের জুটি গড়েন। ফলে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে মুশফিকের দল। ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানেই ভ্যান জিলের উইকেট হারায় কুমিল্লা। ফ্রাইলিঙ্কের প্রথম শিকারে পরিণত হওয়ার আগে ১২ রান করেন জিল। পরের ওভারে শফিউল কুমিল্লা অধিনায়ক ডেভিড মালানকে (১) ফিরিয়ে দিলে চাপে পড়ে কুমিল্লা। এসময় সাব্বিরকে সঙ্গ দিতে ক্রিজে আসেন সৌম্য সরকার। দুজনের জুটিতে আসে ৫১ রান। ফ্রাইলিঙ্কের শিকার হয়ে ফিরে যাবার আগে সৌম্য করেন ২২ রান। এরপর সবাই আসা যাওয়ার ভিড়ে নাম লিখান। তবে পুরো বিপিএলে বাজে খেলা সাব্বির যেন নিজেকে ফিরে পান। একপ্রান্ত আগলে রেখে ব্যাটিংয়ে ঝড় তোলেন। তবে যোগ্য সঙ্গীর অভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। আমিরের বলে আউট হওয়ার আগে ৭টি চার ও ২টি ছক্কায় ৬২ (৩৯) রান করেন সাব্বির। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ১৪৫ রান করে কুমিল্লা। খুলনার হয়ে বোলিংয়ে ৫ উইকেট নিয়ে একাই কুমিল্লার ইনিংস ধ্বসিয়ে দেন ফ্রাইলিঙ্ক। এই জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে খুলনা। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে কুমিল্লা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সাব্বিরের ফেরার ম্যাচে হারলো কুমিল্লা

আপলোড টাইম : ১০:৪১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০

খেলাধুলা প্রতিবেদন:
ব্যাটিংয়ে রাইলি রুশোর ৭১ রানের ঝড়ো ইনিংসের পর রবি ফ্রাইলিঙ্কের ৫ উইকেটের সুবাদে কুমিল্লা ওরিয়র্সের বিপক্ষে জয় পেয়েছে খুলনা টাইগার্স। সাব্বির রহমানের ৩৯ বলে ৬২ রানের পরও ৩৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে খুলনা। ৯ ওভারে ৭১ রানের জুটি গড়ে নাজমুল হোসেন শান্ত ও মেহেদি মিরাজ। সৌম্যর বলে পয়েন্টে সানজামুলের হাতে ধরা পড়ার আগে ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন শান্ত। অপর প্রান্তে ধীর গতিতে খেলা মিরাজের সঙ্গে জুটি গড়তে ক্রিজে আসেন রুশো। ৩৯ বলে ৩৯ রান করে দলীয় ৯৪ রানে আউট হন মিরাজ। এরপর ঝড় তোলেন রুশো। মাত্র ২৬ বলে পৌঁছান পঞ্চাশে। শুরুতে তাকে স্ট্রাইক দিয়ে যাওয়া মুশফিকও পরে শট খেলতে শুরু করেন। দুই জন অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৪৬ বলে গড়েন ৮৫ রানের জুটি গড়েন। ফলে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে মুশফিকের দল। ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানেই ভ্যান জিলের উইকেট হারায় কুমিল্লা। ফ্রাইলিঙ্কের প্রথম শিকারে পরিণত হওয়ার আগে ১২ রান করেন জিল। পরের ওভারে শফিউল কুমিল্লা অধিনায়ক ডেভিড মালানকে (১) ফিরিয়ে দিলে চাপে পড়ে কুমিল্লা। এসময় সাব্বিরকে সঙ্গ দিতে ক্রিজে আসেন সৌম্য সরকার। দুজনের জুটিতে আসে ৫১ রান। ফ্রাইলিঙ্কের শিকার হয়ে ফিরে যাবার আগে সৌম্য করেন ২২ রান। এরপর সবাই আসা যাওয়ার ভিড়ে নাম লিখান। তবে পুরো বিপিএলে বাজে খেলা সাব্বির যেন নিজেকে ফিরে পান। একপ্রান্ত আগলে রেখে ব্যাটিংয়ে ঝড় তোলেন। তবে যোগ্য সঙ্গীর অভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। আমিরের বলে আউট হওয়ার আগে ৭টি চার ও ২টি ছক্কায় ৬২ (৩৯) রান করেন সাব্বির। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ১৪৫ রান করে কুমিল্লা। খুলনার হয়ে বোলিংয়ে ৫ উইকেট নিয়ে একাই কুমিল্লার ইনিংস ধ্বসিয়ে দেন ফ্রাইলিঙ্ক। এই জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে খুলনা। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে কুমিল্লা।